টাঙ্গাইলে শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ
বাসে অর্ধেক ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে টাঙ্গাইলে শিক্ষার্থীদের ডাকা কর্মসূচিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীদের বাধার মুখে আজ শনিবার টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তাদের কর্মসূচি পণ্ড হয়ে গেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১১টার দিকে অবস্থান কর্মসূচি পালনে তারা জড়ো হয়েছিলেন।
সাধারণ শিক্ষার্থীদের সংগঠক এবং ছাত্র ফেডারেশনের টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ফাতেমা রহমান বিথী দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়ার পরে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেয় এবং হামলা চালায়। তারা আমাদের ফোন কেড়ে নিয়ে ছবি এবং ভিডিও ডিলিট করে দিয়েছে। পোস্টার ছিঁড়ে ফেলেছে এবং নারীদের ওপর হামলা করেছে। এতে কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্য উপস্থিতি থাকলেও তারা ছিল নিষ্ক্রিয়।'
অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল ডেইলি স্টারকে বলেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না।
Comments