চাঁদপুরে ছাত্রলীগের ২ গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০
চাঁদপুরের ফরিদগঞ্জে ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুর থেকে থেকে রাত পর্যন্ত কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ) সার্কেল সোহেল মাহমুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা থাকায় উভয় পক্ষের গতিবিধির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল পুলিশ।
কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে নবগঠিত উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা রোববার পৌর এলাকার চরকুমিরা রাস্তার মাথা থেকে মিছিল শুরু করে। এ সময় পৌর ছাত্রলীগ কেরোয়ার মোড় থেকে মিছিল শুরু করে।
পুলিশি বাঁধার মুখে পড়লে মিছিল থেকে পুলিশ ও নেতা-কর্মীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়ে জানান স্থানীয়রা।
পরে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।
অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, 'ছাত্রলীগের দুই গ্রুপের মিছিলে বিশৃঙ্খলাসহ সংঘর্ষের আশঙ্কায় আমরা ফরিদগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করি। পরে ছোট বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে।'
এসব ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান তিনি।
জানতে চাইলে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ডেইলি স্টারকে বলেন, 'ফরিদগঞ্জের ঘটনায় আমরা দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবো।'
Comments