চমেক ছাত্র আকিবের শারীরিক অবস্থার উন্নতি 

চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র মাহাদি জে আকিব। ছবি সৌজন্য: প্রথম আলো

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়া এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিব এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন তার চিকিৎসক।

বুধবার রাতে আকিবের চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. নোমান খালেদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি আজ আইসিইউতে গিয়ে তাকে বিছানায় শোয়া থেকে উঠে বসিয়েছি। সে আমার সঙ্গে করমর্দন করেছে। দাঁত ব্রাশ করেছে। ডা. নোমান খালেদ আকিবের মস্তিষ্কে অস্ত্রোপচার করেছিলেন।

তিনি আরও  বলেন, 'আকিবের সুস্থ হয়ে ওঠার অগ্রগতি সন্তোষজনক।'

গত শনিবার প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আকিবকে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে রোববার বিকেলে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী চমেক ছাত্রলীগের এক পক্ষের হামলায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী চমেক ছাত্রলীগের আরেক পক্ষের কর্মী আকিব গুরুতর আহত হয় বলে অভিযোগ করেন তার সহপাঠীরা। এর আগে চমেক হোস্টেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসব ঘটনায় দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টাপাল্টি মামলা করে।

সংঘর্ষের পর শনিবার অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

 

Comments

The Daily Star  | English
Reform commission reports' submission

We never got a chance to reform our state and politics like now. Let’s not waste it

Our initial study of the reports of the four commissions indicates that the recommendations are quite substantive.

12h ago