চট্টগ্রামে মহসিন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ নিয়ে চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
পুলিশ বলেছে, কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আজ সকাল সাড়ে ১১টায় ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে ক্যাম্পাসে শ্রদ্ধা নিবেদনের জন্য আসা লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
চকবাজার থানার ফেরদৌস জাহান দ্য ডেইলি স্টারকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় কেউ আহত হয়নি।
অন্যদিকে চট্টগ্রাম সরকারি কলেজেও শহীদ দিবসে ছাত্রলীগের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ উঠেছে। অনুষ্ঠান সংক্ষিপ্ত করাকে কেন্দ্র করে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মুজাহিদুল ইসলামের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
এ ব্যাপারে ওসি বলেন, কলেজ প্রশাসনের কাছে ছাত্রদের কিছু দাবি ছিল। পরে সেটি সমাধান হয়েছে।
যোগাযোগ করা হলে অধ্যাপক মুজাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, তারা সংক্ষিপ্ত অনুষ্ঠান করার কারণ জানতে চাইছিল। এ ব্যাপারে মন্ত্রণালয়ের নির্দেশনা থাকার কথা তাদের বলা হয়।
'বিষয়টি বুঝতে পেরে তারা ক্ষমা চেয়েছে। এটা কোনো বড় বিষয় নয়,' যোগ করেন তিনি।
Comments