শাবিপ্রবিতে শিক্ষার্থী হত্যা: প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা।
ক্যাম্পাসে প্রতিবাদ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কও অবরোধ করেছেন তারা।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের গাজী কালুর টিলার পাদদেশে অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে নিহত হন লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচার দাবিতে রাত ১০টা থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।
পরে রাত ১১টার দিকে ক্যাম্পাসের গোলচত্বর থেকে একটি প্রতিবাদী মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবারো গোলচত্বরে সমবেত হয়।
সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন প্রক্টরিয়াল বডির সঙ্গে সাক্ষাত করে এবং ক্যাম্পাসের অনিরাপত্তার বিষয়টি তুলে ধরে।
শিক্ষার্থীরা হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ চলছিল এবং প্রধান ফটকের সামনে শতাধিক শিক্ষার্থী সিলেট-সুনামগঞ্জে মহাসড়ক অবরোধ করে রাখেন।
Comments