ঢাবিতে মেট্রোরেল স্টেশনের পাশে ‘ক্ষতিকর’ গাছ কাটছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মেট্রোরেল স্টেশনের পাশে থাকা একটি সুদীর্ঘ ইউক্যালিপটাস (ব্লু গাম) গাছ কেটে ফেলা হয়েছে এবং আরও দুটি গাছ কাটার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঢাবিতে মেট্রোরেল স্টেশনের পাশে ‘ক্ষতিকর’ গাছ কাটছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মেট্রোরেল স্টেশনের পাশে থাকা একটি সুদীর্ঘ ইউক্যালিপটাস (ব্লু গাম) গাছ কেটে ফেলা হয়েছে এবং আরও দুটি গাছ কাটার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ছবি: সিরাজুল ইসলাম রুবেল/স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মেট্রোরেল স্টেশনের পাশে থাকা একটি সুদীর্ঘ ইউক্যালিপটাস (ব্লু গাম) গাছ কেটে ফেলা হয়েছে এবং আরও দুটি গাছ কাটার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, গাছগুলো পরিবেশের জন্য ক্ষতিকর ও গাছের গোড়ায় পোকা আক্রমণ করায় সেগুলো দুর্বল হয়ে গেছে। এর ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।  

আজ রোববার সরেজমিনে দেখা যায়, টিএসসির উত্তর পাশে ও টিএসসি মেট্রোরেল স্টেশনের কাছে একই লাইনে একটি গাছ কেটে ফেলা হয়েছে। আরও দুটি গাছ কাটার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

টিএসসির গেইটে গাছ কাটা সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। ছবি: সিরাজুল ইসলাম রুবেল/স্টার

টিএসসির গেইটে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সবুজ লনের পূর্ব পাশে ৯টি ইউক্যালিপটাস গাছ রয়েছে যা পরিবেশের জন্য ক্ষতিকর এবং গাছগুলোর গোড়া পোকা দ্বারা আক্রান্ত হওয়ায় দুর্বল হয়ে পড়েছে, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই গাছের নিচে অন্য কোনো গাছ হয় না।'

কেটে ফেলা গাছ। ছবি: সিরাজুল ইসলাম রুবেল/স্টার

পরিবেশ সংসদ গাছগুলো কাটার জন্য বারবার চিঠি দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরিবেশের কথা বিবেচনা করে গাছগুলো অপসারণ প্রয়োজন। গাছগুলো অপসারণের পর উক্ত স্থানে পরিবেশ বান্ধব দ্বিগুণ গাছ লাগানো হবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।

যোগাযোগ করা হলে বোটানি বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের আরবোরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক মিহির লাল শাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ ও টিএসসি কর্তৃপক্ষ চিঠি দিয়ে গাছ কাটার কথা জানায়। গাছটি ভূগর্ভ থেকে প্রচুর পানি শুষে নিচ্ছিল। আমরা একই জায়গায় আরও গাছ লাগাবো। আমরা মনে করি ক্যাম্পাসের অপ্রয়োজনীয় ও ক্ষতিকর গাছ কেটে ফেলা প্রয়োজন।'

'আমরা সবাইকে অনুরোধ করছি যে তারা গাছ লাগানোর উদ্যোগ নিলে পরিবেশবান্ধব গাছ লাগাবেন,' বলেন তিনি।

টিএসসির পরিচালক সৈয়দ আলী আকবর বলেন, 'পরিবেশ সংসদ আমাদের জানিয়েছে এই গাছগুলো ঝুঁকিপূর্ণ। তাই আমরা গাছ কাটার উদ্যোগ নিচ্ছি।'

 

Comments