উপাচার্যকে দায়িত্ব পালন করে যাওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী: রেজিস্ট্রার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে দায়িত্ব পালন করে যাওয়ার পরামর্শ দিয়ে গেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
রেজিস্ট্রার জানান, উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসে বৈঠকের পর উপাচার্যের কার্যালয়ে সংক্ষিপ্ত বৈঠকে শিক্ষামন্ত্রী এ পরামর্শ দেন।
তবে উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের সামনে কোনো মন্তব্য করেননি।
সন্ধ্যায় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, উপাচার্যের পদত্যাগের বিষয়টি আচার্যের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
উপাচার্যের কার্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বলেন, 'মন্ত্রী আলোচনায় ক্যাম্পাসের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে শিক্ষকদের আহবান জানিয়েছেন এবং উপাচার্যকে তার দায়িত্ব চালিয়ে যেতে পরামর্শ দিয়েছেন।'
বৈঠকের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, 'উপাচার্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগের তদন্ত হচ্ছে এবং তারপর রাষ্ট্রপতি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে মন্ত্রী জানিয়েছেন। ক্যাম্পাসের অচলাবস্থা নিরসনেও তিনি নির্দেশনা দিয়েছেন।'
তিনি জানান, সাম্প্রতিক ঘটনাগুলোর জন্য শিক্ষার্থীসহ সবার কাছে দুঃখ প্রকাশ করার জন্যও উপাচার্যকে বলেছেন শিক্ষামন্ত্রী।
শাবিপ্রবিতে উপাচার্যবিরোধী আন্দোলনের ২৬ দিনের মাথায় আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সিলেটে আসেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বিকেল ২টা ৫৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত বৈঠক করেন মন্ত্রীরা।
পরে শিক্ষার্থীদের সব দাবি পূরণে ব্যবস্থা নেওয়া এবং উপাচার্যের পদত্যাগের বিষয়ে শিক্ষার্থীদের বক্তব্য আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি।
বৈঠক শেষে সন্ধ্যা ৭টার দিকে শাবিপ্রবিতে আসেন শিক্ষামন্ত্রী। প্রথমে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর সাধারণ শিক্ষার্থীদের সামনে শিক্ষামন্ত্রী তার অবস্থান ব্যাখ্যা করেন।
এরপর উপাচার্যের কার্যালয়ে ১৫ মিনিটের সংক্ষিপ্ত একটি বৈঠকে বসেন তিনি। এই বৈঠকে অংশ নিতে ২৬ দিন পর উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ তার বাসভবন ছেড়ে বেরিয়ে আসেন।
Comments