ঈদে হাতের যত্ন
দেখতে দেখতে চলেই এলো ঈদ উল আযহা। এই ঈদে কাজের চাপ বেশি থাকায় হাতের যত্ন নেওয়ার বিষয়টি অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
কোরবানির মাংস কাটা, সেগুলো ফ্রিজে রাখা এবং রান্নাবান্না মিলিয়ে অনেক কাজ থাকে এই কয়েকটি দিন। এসব কাজের ক্ষেত্রে বেশি সময় ধরে হাত ভেজা থাকে। ফলে হাতে নানা রকমের দাগ হয় এবং রুক্ষতাও বাড়ে।
অলিভ অয়েল ও লবণ বা বেকিং সোডার মিশ্রণ এর সাহায্যে হাত ভালোভাবে স্ক্রাব করে নিতে পারেন। স্ক্রাব করার পর হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে একটি ভালো ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করুন। বর্তমানে বাজারে কিছু উন্নত মানের হ্যান্ড ক্রিম পাওয়া যায়। চাইলে ময়েশ্চারাইজারের পরিবর্তে হ্যান্ড ক্রিমও ব্যবহার করা যেতে পারে।
মাংস পরিষ্কার ও ধোয়ার কাজ করতে যেয়ে অনেক সময় হাতে চর্বি লেগে যেতে পারে। সেই চর্বি সাধারণ হাত ধোঁয়ার সাবান দিয়ে ধুয়ে নিলেও নখের কোনায় অবশিষ্টাংশ লেগে থাকতে পারে। সে ক্ষেত্রে প্রথমে সিরকা বা ভিনেগার যুক্ত পানিতে কিছুক্ষণ হাত ভিজিয়ে রাখুন। তারপর পরিষ্কার করে হাত ধুয়ে ফেলুন। এতে করে নখের কোনায় চর্বি জমে থাকবে না।
যদি রান্না করার সময় হাতে হলুদ লেগে নখ হলুদ হয়ে যায়, তাহলে লেবু, শসা ও টমেটোর রস একত্রে মিশিয়ে কিছুক্ষণ হাতে রেখে ধুয়ে ফেলতে পারেন। এতে করে হলুদের দাগ চলে যাবে।
অনেক সময় নখের ভিতরেও কালো ময়লা জমে যেতে পারে এবং সেগুলো ওঠাতে গেলে নখে ব্যথা লাগতে পারে। সে ক্ষেত্রে অবশ্যই গরম পানি দিয়ে আস্তে আস্তে সে ময়লা তুলে ফেলার চেষ্টা করবেন।
এই ঈদে অবশ্যই আপনার নখ যতটা সম্ভব ছোট রাখা যায় ততটা ছোট রাখবেন।
Comments