সাকিবের কাছ থেকে পাওয়ার হিটিং চায় বরিশাল

Nazmul abedin fahim & Shakib Al Hasan
কোচ নাজমুল আবেদিন ফাহিমের অধীনে বড় শটে প্রস্তুতি সারছেন সাকিব আল হাসান। ছবি: ফিরোজ আহমেদ

জাতীয় দল হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সাকিব আল হাসানকে বিস্ফোরক ভূমিকায় দেখা গেছে কমই। টি-টোয়েন্টিতেও বেশিরভাগ সম ক্যালকুলেটিভ ক্রিকেটে রান বাড়ানোর কাজ করে থাকেন তিনি। সঙ্গে চার ওভারের বোলিং মিলিয়ে যেকোনো দলের জন্যই তিনি আকর্ষণীয় প্যাকেজ। তবে এবার বিপিএলে দলের চাহিদা মেনে সাকিবকে দেখা যেতে পারে ভিন্ন ভূমিকায়। সোমবার দলের অনুশীলনে মিলল তেমন আভাস।  

সোমবার মিরপুর একাডেমি মাঠে ফরচুন বরিশালের অনুশীলনের আগেই আলাদাভাবে বড় বড় শটে প্রস্তুত হতে দেখা যায় সাকিবকে। বিভিন্নভাবে শটের রেঞ্জ বাড়াতে চেষ্টা চালান তিনি। কাছেই তদরকিতে ছিলেন দলের পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম।

সাকিবের এই কোচ পরে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় জানান, বড় বড় ছক্কার জন্য চলেছে এই তারকার প্রস্তুতি,  'সাকিবকে নিয়ে কিছু কাজ করেছিলাম অনুশীলন শুরু হওয়ার আগেই- বিগ হিটিং নিয়ে, পাওয়ার হিটিং নিয়ে। আজ সেন্টার উইকেটে যখন ব্যাট করল দেখলাম বেশ কিছু বল অনেক ডিসটেন্স কাভার করেছে, যেটা আগে সেভাবে আমরা দেখিনি। তো ব্যাটে-বলে ভালোই হচ্ছে। আরও দুই তিনদিন ব্যাট করলে আরও ধারবাহিকভাবে সেটা করতে পারবে।'

বরিশালের ব্যাটিং অর্ডারে সাকিবের ব্যাটিং পজিশন হতে পারে তিন। ফাহিমের আভাস নেমেই তেড়েফুঁড়ে মারার ভূমিকায় দেখা যেতে পারে শীর্ষ এই অলরাউন্ডারকে, 'সাকিবের বড় শট খেলাটা খুব জরুরি, গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, উপরের দিকে ব্যাট করে। ও যদি বড় শট খেলতে পারে তাহলে দলের জন্য ভাল।' 

দেশের সবচেয়ে অভিজ্ঞ টি-টোয়েন্টি তারকা হওয়ার পরও ফাহিম মনে করেন বোলিংয়েও উন্নতির সুযোগ আছে তার, টি-টোয়েন্টির পরিস্থিতি চিন্তা করে তাই চলছে বোলিং ড্রিল,  'বোলিংয়ের ক্ষেত্রেও...আমার মনে হয় ও অনেক অভিজ্ঞ বোলার। তারপরও উন্নতি করার কিছু না কিছু সুযোগ থাকেই। আলোচনা করেছি বলের অ্যাঙ্গেল নিয়ে, বা বলের লাইন লেন্থ নিয়ে। আরও ভাল কীভাবে করা যায় বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই প্রক্রিয়াটা চলতেই থাকবে।'

Comments

The Daily Star  | English

Crowd control operations: Police seek to restrict use of lethal arms

A special committee of the Police Headquarters recommends replacing 50 percent of the long barrel firearms with short-barrel ones in order to lower casualties during crowd control operations.

9h ago