লিটন স্পেশাল ক্রিকেটার, সে থামবে না: রোডস
দারুণ সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আসা লিটন দাস তার সামর্থ্যের প্রথম প্রমাণ দেন স্টিভ রোডসের অধীনেই। ২০১৮ সালে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে করেছিলেন স্মরণীয় সেঞ্চুরি। পরের বছর ওয়ানডে বিশ্বকাপেও লিটন খেলেছেন ম্যাচ জয়ী ইনিংস। সাম্প্রতিক সময়ে চোখ ধাঁধানো ধারাবাহিকতা দেখানো লিটনকে নিয়ে বাংলাদেশে এসে প্রশংসায় ভেসেছেন রোডস।
বাংলাদেশের সাবেক কোচ এবার বিপিএলে এসেছেন লিটনের দলেই। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হিসেবে লিটন ফের পাবেন রোডসের সংস্পর্শ।
সোমবার প্রথম কুমিল্লার অনুশীলনে আসেন রোডস। মঙ্গলবারও দলের নিবিড় অনুশীলনে তদারকিতে দেখা যায় তাকে। তবে এই দুদিনের লিটনের দেখা পাননি রোডস। নিউজিল্যান্ড সফর থেকে ফিরে ছুটিতে থাকায় কুমিল্লার অনুশীলনে নেই এই তারকা ব্যাটসম্যান।
লিটনকে ঘিরেই অবশ্য এবার দলের ব্যাটিং সাজিয়েছে কুমিল্লা। প্লেয়ার্স ড্রাফট থেকে সবার আগে লিটনকে দলে নেয় তারা। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাল কাটেনি লিটনের। কিন্তু টেস্টে তিনি আছেন দারুণ ছন্দে। গত দুই বছর ধরেই টেস্টে লিটন দেখাচ্ছেন ধারবাহিকতা। এই সময়ে ১১ টেস্টে ৫০.২৭ গড়ে দলের হয়ে সর্বোচ্চ ৯০৫ রান। এই সময়ে তার ব্যাটে এসেছে ৭ ফিফটি, দুই সেঞ্চুরি।
মঙ্গলবার দলের অনুশীলন শেষে লিটনের প্রসঙ্গ উঠতেই রোডস জানালেন এই তারকাকে কোন উচ্চতায় রাখেন তিনি, 'আমি সব সময় মনে করি লিটন দাস স্পেশাল খেলোয়াড়। আমার মনে হয় সে আগের চেয়ে এখন আরও ভাল।। যখন এশিয়া কাপ (২০১৮) ফাইনালে সে সেঞ্চুরি করল সেদিনই বুঝেছিলাম সে কতটা ভাল খেলোয়াড়। শক্তিশালী এক দলের বিপক্ষে ওটা ছিল অসাধারণ এক ইনিংস। এখন সে অনেক ধারবাহিক হয়েছে। সে আরও ভাল করতে থাকবে , থামবে না, সে আরও উঁচুতে উঠবে।'
Comments