মোসাদ্দেককে অধিনায়ক করল সিলেট সানরাইজার্স
দলে কোন বড় কোন তারকার ভিড় নেই। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে বর্তমান জাতীয় দলে খেলা ক্রিকেটার আছেন কেবল তাসকিন আহমেদ। এবার বিপিএলে মাঝারি মানের ক্রিকেটারদের নিয়ে গড়া সিলেট সানরাইজার্সে নেতৃত্ব পেয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
বুধবার রাতে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সিলেট সানরাজার্সের জার্সি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়কের নাম ঘোষণা করা হয়। দলটির সহ অধিনায়ক করা হয়েছে কিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে।
ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের নিয়মিত অধিনায়কত্ব করা মোসাদ্দেক বলেন স্থানীয়দের উপর ভর করেই সেরা ফল আনবেন তারা, 'এটা দ্বিতীয়বারের মতো সিলেটের অধিনায়কত্ব করা। আমি চাইব সবাই সমর্থন যোগাবেন। আমাদের দলে রোমাঞ্চর কিছু খেলোয়াড় আছে। আমরা খুবই আশাবাদি যে ভাল একটা ফল করতে পারব।'
'ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে স্থানীয় খেলোয়াড়দের অনেক গুরুত্ব থাকে। যে দলে স্থানীয় খেলোয়াড়রা ভালো করে তাদের জেতার সম্ভাবনা বেশি থাকে। আমাদের দলটিই সেভাবেই ভারসাম্যপূর্ণ।'
ড্রাফটের বাইরে সিলেট তাসকিন ছাড়াও দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম ও শ্রীলঙ্কার দীনেশ চান্দিমালকে। ড্রাফট থেকে তারা দলে পেয়েছে ইংল্যান্ডের রবি বোপারা, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো পেরেরা ও সংযুক্ত আরব আমিরাতের সিরাজ আহমেদকে। এরমধ্যে দীনেশ চান্দিমাল এখনো যোগ দিতে পারেননি।
দেশিদের মধ্যে মোসাদ্দেক, তাসকিন, বিজয়রা ছাড়াও আছেন মোহাম্মদ মিঠুন, অলক কাপালি, সোহাগ গাজীর মতো ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফর্মার।
সিলেট সানরাইজার্স:
সরাসরি: তাসকিন আহমেদ, দিনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা)।
ড্রাফট থেকে দেশি: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল-আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন, শফিউল হায়াত হৃদয়।
ড্রাফট থেকে বিদেশি: রবি বোপারা (ইংল্যান্ড), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা), সিরাজ আহমেদ (সংযুক্ত আরব আমিরাত)।
Comments