বিপিএল শুরুর আগেই করোনার হানা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর মাঠে গড়াতে এখন দিন তিনেক বাকি। তবে এর আগেই বড় ধাক্কা খেয়েছে বিপিএল কর্তৃপক্ষ। প্রথম দফায় কোভিড-১৯ পরীক্ষাতেই পজিটিভ এসেছে চারজনের। এই সংখ্যা আরও বাড়তে পারে।
মুঠোফোনে ডেইলিস্টারকে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, 'আমরা বিপিএল সংশ্লিষ্টদের করোনা পরীক্ষা শুরু করেছি। অনেকেরই পরীক্ষা হয়েছে। এর মধ্যে খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তাদের কোনো উপসর্গ দেখা যায়নি।'
দেবাশীষ জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত চারজনের আক্রান্তের ব্যাপারে নিশ্চিত হয়েছেন তারা। দফায় দফায় কোভিড পরীক্ষা চলতে থাকায় এই সংখ্যা আরও বাড়ার শঙ্কা করছেন তারা।
আগামী ২১ জানুয়ারি পর্দা উঠছে ঘরোয়া টি-টোয়েন্টি সবচেয়ে জমজমাট আসরটির। এবারের আসরে অংশ নিচ্ছে ৬টি দল। তবে এখন পর্যন্ত কোনো দলই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেনি কোনো দলই। কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে শীগগিরই দলগুলোর বলয়ে ঢোকার কথা রয়েছে।
তবে বিপিএলকে সামনে রেখে সোমবার থেকে শুরু হয় খেলোয়াড় ও স্টাফদের করোনাভাইরাস পরীক্ষা। প্রথম দিনেই আক্রান্ত হয়েছেন ৪ জন। আজ মঙ্গলবার হবে বিশাল অংশের পরীক্ষা। সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন বিসিবির প্রধান চিকিৎসক।
তবে যারা নেগেটিভ আসবেন তারা এখন থেকেই বলয়ে ঢুকবেন বলে জানান এ চিকিৎসক, 'যারা নেগেটিভ হয়েছেন তারা বলয়ে ঢুকবেন। যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই এখন আইসোলেশনে আছেন। পরবর্তীতে তারা নেগেটিভ এলেই বায়োবাবলে ঢুকবেন।'
জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ না করে গত কয়েক দিন থেকেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। বিদেশি কোচ, ক্রিকেটাররা আসলেও কোয়ারেন্টিন নীতি মানতে দেখা যায়নি কাউকেই।
Comments