বাংলা শব্দ এখনও না শিখলেও বিরিয়ানি ভালো লেগেছে ডু প্লেসির

ছবি: ফিরোজ আহমেদ

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসা ফাফ ডু প্লেসি এখনও বাংলা শব্দ শিখে উঠতে পারেননি। তবে স্থানীয় খাবার ইতোমধ্যে চেখে দেখেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের ভালো লেগেছে বিরিয়ানি।

পৃথিবীর নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে ডু প্লেসির। তবে বিপিএলে আগে কখনও খেলা হয়নি ৩৭ বছর বয়সী এই তারকা ব্যাটারের। এবার ড্রাফটের বাইরে থেকে তিন বিদেশি খেলোয়াড়ের একজন হিসেবে তাকে সরাসরি চুক্তিবদ্ধ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

২০২২ সালের বিপিএলের উদ্বোধনী দিনে নেই কুমিল্লার খেলা। আগামীকাল শনিবার নিজেদের প্রথম ম্যাচে তারকাখচিত দলটি মুখোমুখি হবে সিলেট সানরাইজার্সের। এই ম্যাচকে সামনে রেখে মিরপুরে অনুশীলন শেষে ডু প্লেসি মুখোমুখি হন সংবাদমাধ্যমের।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯ টেস্ট, ১৪৩ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলা ডু প্লেসি শুক্রবার বলেন, '(বাংলা শব্দ) আপাতত এখনও কিছু না। আমি শুধু কিছু স্থানীয় খাবার খেয়েছি। গতকাল (বৃহস্পতিবার) বিরিয়ানি খেয়েছি, ভালো লেগেছে। ছেলদের মরিচ, লবণ ও পেয়ারা দিয়ে তৈরি একটি খাবার খেতে দেখেছি এবং সেটাও ভালো লেগেছে।'

বিপিএলে খেলতে বাংলাদেশে আগে আসতে না পারার প্রসঙ্গে তিনি জানান, 'আমি গত কয়েক বছর ধরে এখানে আসার চেষ্টা করেছি। শেষবার যখন আমি চেষ্টা করেছিলাম, তখন দক্ষিণ আফ্রিকার হয়ে একটি সিরিজ খেলতে হয়েছিল এবং দুর্ভাগ্যবশত আমি ছাড়পত্র পাইনি। তারপর গত দুই বছর ছিল করোনাভাইরাসের প্রাদুর্ভাব। তাই এবার এখানে এসে আনন্দিত।'

নতুন নতুন দেশে নতুন নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে ভালো লাগার কথা উল্লেখ করেন ডু প্লেসি, 'যখন আমি জাতীয় দলের সঙ্গে ছিলাম, তখন বাংলাদেশে আমার সময়টা উপভোগ করেছি। ভিন্ন ভিন্ন সংস্কৃতির এবং ভিন্ন ভিন্ন দলের সঙ্গে অভিজ্ঞতার আরেকটি ধাপ এটা। আমি সত্যিই এটা উপভোগ করি।'

ডু প্লেসির পাশাপাশি ড্রাফটের বাইরে থেকে বিদেশি ক্রিকেটার হিসেবে কুমিল্লা আরও নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন ও ইংল্যান্ডের মঈন আলীকে। বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে আছেন মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক ও শহিদুল ইসলাম। দলটির অধিনায়কের দায়িত্ব পালন করবেন ইমরুল কায়েস।

Comments

The Daily Star  | English

Interim govt an outcome of country's unity: Yunus

CA urges political parties to extend support at all-party meeting on July uprising proclamation

2h ago