টি-টোয়েন্টির ‘মজার’ আশায় তামিম
চার-ছক্কার ঝলকে একদল গড়বে ১৭০ বা ১৮০ রানের পুঁজি, বিস্ফোরক ব্যাটিংয়ে সেই রান টপকে জিতে যাবে আরেক দল। তামিম ইকবাল মনে করেন এটাই টি-টোয়েন্টির মজা। তবে সেই মজা এবার বিপিএলে মিলবে কিনা তা নিয়ে আছে সংশয়। যদিও রানে ভরা উইকেটই আশা করছেন মিনিস্টার ঢাকার ওপেনার।
বিপিএলে প্রতি বছর বড় আলোচনায় থাকে উইকেট। বিশেষ করে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মন্থর উইকেটে প্রায়ই দেখা মেলে লো স্কোরিং ম্যাচের। বিপিএলের বাকি দুই ভেন্যু চট্টগ্রাম ও সিলেটে আবার দেখা যেত বড় রানের ম্যাচ। কিন্তু এবার সিলেটের উইকেটও জাগাচ্ছে শঙ্কা। ঘরোয়া গত বেশ কয়েকটি ম্যাচে সিলেটের বাইশগজ ছিল চরম মন্থর।
বিপিএলের আগে খবরটি নিশ্চিতভাবেই স্বস্তির নয়। সিলেটের উইকেটে সম্প্রতি দুই ম্যাচ খেলে এসেছেন তামিম। উইকেট নিয়ে অস্বস্তির কথা গোপনও থাকেনি। রোববার মিরপুরে অনুশীলনে এসে প্রধান কিউরেটর গামিনী ডি সিলভার কাছে সিলেটের উইকেটের আচরণ নিয়ে কথা বলতে দেখা যায় তাকে।
সোমবার সান্ধায় মিনিস্টার ঢাকার জার্সি উন্মোচন অনুষ্ঠানে এই ব্যাপারে প্রশ্ন করা হলে অবশ্য কূটনৈতিক পথে হাঁটতে হয় তাকে, তবে আবার জানিয়ে দেন নিজেদের চাহিদা, 'সিলেটের উইকেট কঠিন ছিল। যারা বিপিএলের খেলা দেখেন বা যারা মাঠে থাকেন সবাই চান রান। ১৬০-১৭০-১৮০ রান হবে, ওই রান তাড়া হবে। এটাই টি-টোয়েন্টির মজা।'
বছরের এই সময়টায় বৃষ্টি না থাকায় উইকেট বেশ ফুরফুরেই থাকার কথা। কিউরেটর, মাঠকর্মীদের হাতেও থাকছে যথেষ্ট সময়। ভালো উইকেটের আশা করলেও নিঃসংশয় হতে পারছেন না তামিম, 'আমি আশা করি উইকেট ভালো থাকবে, তবে আমি নিশ্চিত না (ভালো থাকবে কিনা)- এটাই আশা করতে পারি। কিউরেটর বলেন, গ্রাউন্ডসম্যান বলেন তারা সেরাটা চেষ্টা করছে। তারপরও দেখা যাক কি হয়।'
Comments