কুমিল্লার অনুশীলনে দু প্লেসি, নারাইন-রাসেলরাও ঢাকায়

Faf du Plessis
মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে ফাফ দু প্লেসি। ছবি: ফিরোজ আহমেদ

দুপুর দেড়টার কিছু পরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটিং পরামর্শক  স্টিভ রোডসের সঙ্গে একাডেমি মাঠে প্রবেশ করেন ফাফ দু প্লেসি। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক যতক্ষণে মাঠে এলেন ততক্ষণে অনুশীলন সেরে বেরিয়ে গেছেন মাশরাফি মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদরা। এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে আড্ডায় পাওয়া গেল থিসারা পেরেরা, রবি বোপারাদের।

কাছাকাছি সময়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থাকায় এবার বিপিএলে বিদেশি তারকাদের একটু ঘাটতি আছে। আসর মাতাতে যারা থাকছেন তাদের মধ্যে সবচেয়ে বড় নাম আন্দ্রে রাসেল, ফাফ দু প্লেসি, সুনিল নারাইন। টুর্নামেন্টের তিন দিন আগে তারা সকলেই পৌঁছে গেছেন ঢাকায়।

ফরচুন বরিশালের হয়ে খেলতে ক্রিস গেইল আসবেন ২২ জানুয়ারি, আফগান তারকা মুজিব উর রহমান আসবেন ২৬ জানুয়ারি। সোমবার রাতে ঢাকায় পৌঁছে গেছেন একই দলের আরেক ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্রাভো। খুলনার হয়ে সোমবার অনুশীলন শুরু করেন থিসারা পেরেরা, আফগানিস্তানের নাবিন উল হক। চট্টগ্রামে অনুশীলনে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইস, রায়াদ এমরিট। সিলেট সানরাজার্সের হয়ে এদিনই প্রথম দেখা গেছে বোপারাকে। 

Thisara Perera
খুলনা টাইগার্সের অনুশীলনে থিসারা পেরেরা। ছবি: ফিরোজ আহমেদ

মিনিস্টার ঢাকার হয়ে এবার বিপিএল খেলবেন ক্যারবিয়ান রাসেল ও শ্রীলঙ্কান ইশুরু উদানা। দলটি জানায়, মঙ্গলবার সকালে বিপিএল খেলতে ঢাকায় আসেন রাসেল ও উদানা। কুমিল্লার হয়ে বিপিএল খেলতে দু প্লেসি ঢাকায় এসেছিলেন গত পরশু দিন, বিশ্রামের পর মাঠে নামলেন এদিনই প্রথম। আগের দিন রাতে ঢাকায় আসা দুই ক্যারিবিয়ান ক্রিকেটার নারাইন ও ওশান টমাস আছেন বিশ্রামে। কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এলে  বুধবার থেকে দলের অনুশীলনে দেখা যেতে পারে তাদের।

বিশ্রাম পার করে অনুশীলনে নামা দু প্লেসি মাঠে এসেই ব্যাট-প্যাড পরে নামেন নেটে। আলাদা দুটি নেটে লম্বা সময় ধরে তাকে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে। সিনিয়র ক্রিকেটার ইমরুল কায়েস, কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও রোডসের সঙ্গেও আলাদাভাবে কথা বলেছেন তিনি। 

দেশি-বিদেশি মিলিয়ে দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার হলেও দু প্লেসিকে নেতৃত্ব দিচ্ছে না কুমিল্লা।  কোচ  সালাউদ্দিন জানিয়েছেন, এবার দেশি একজন ক্রিকেটারকেই অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার বেশি সম্ভাবনা তাদের। সেই সম্ভাবনাই এগিয়ে আছেন ইমরুলই। ছুটিতে থাকায় দলের অনুশীলনে এখনো যোগ দেননি জাতীয় দলের তারকা লিটন দাস। 

Mahmudullah, Robi Bopara & Mashrafe Mortaza
রবি বোপারার সঙ্গে খোশগল্পে মাহমুদউল্লাহ ও মাশরাফি। ছবি: ফিরোজ আহমেদ

বরাবরের মতো মিরপুর একাডেমি মাঠেই একসঙ্গে চলে একাধিক দলের অনুশীলন। এদিন অনুশীলন চলাকালীনই একাধিক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের করোনা আক্রান্তের খবর আসে। বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, প্রথম দফার পরীক্ষাতেই চারজনের কোভিড পজিটিভ এসেছে। করোনার উর্ধ্বগতির কারণে এই সংখ্যা ক্রমশই বাড়তে পারে।

দুপুরে খুলনা টাইগার্সের অনুশীলনে শুরু থেকেই ছিলেন লঙ্কান তারকা থিসারা। তবে তাদের কোচ ল্যান্স ক্লুজনার এখনো এসে দলের সঙ্গে যোগ দেননি। খুলনার অনুশীলনে  ছিলেন না ওপেনার সৌম্য সরকারও। জানা গেছে, কোভিড আক্রান্ত হয়েছেন তার স্ত্রী।

আগের দিন ঢাকায় আসা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেস বোলিং কোচ শন টেইট যোগ দেন দলের অনুশীলনে। রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধকে নিয়ে স্পট বোলিংয়ের অনুশীলন করান তিনি। তার পাশেই বোলিং করছিলেন মাশরাফি। মাশরাফিকে দেখে ছুটে গিয়ে কুশল বিনিময় করেন টেইট।

তামিম ইকবালের নেটে মাশরাফি কিছু সময় বল করলেও পরে পিঠের ব্যথায় আর তা চালিয়ে যেতে পারেননি। তামিমের পর সেন্টার উইকেটে বড় শটে অনুশীলন সারেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ। 

কুমিল্লা ছাড়া এখনো আর কোন দল অনুশীলন কিট। সবার প্রস্তুতিতেই ছিল কিছুটা অগোছালো ভাব। তবে নিজেদের বাকি সব প্রস্তুতিই এগিয়ে নিচ্ছে বিসিবি। মঙ্গলবার রাত থেকে সব দলের সদস্যদের কোভিড-১৯ পরীক্ষার পর জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করার কথা। সেই পরীক্ষার ফল নিয়ে থাকছে শঙ্কা। হুহু করে বাড়তে থাকা করোনা আক্রান্তের সংখ্যা শেষ পর্যন্ত চিন্তার কারণ হয় কিনা, তা নিয়ে থাকছে প্রশ্ন।

Comments

The Daily Star  | English

Crowd control operations: Police seek to restrict use of lethal arms

A special committee of the Police Headquarters recommends replacing 50 percent of the long barrel firearms with short-barrel ones in order to lower casualties during crowd control operations.

9h ago