স্ত্রীর পোস্টে ইঙ্গিত থাকলেও মুশফিক জানালেন, ‘বিদায়ের ইচ্ছা নেই’

Mushfiqur Rahim
ফাইল ছবি: বিসিবি

মুশফিকুর রহিম সেঞ্চুরি করার পরই ইন্সটাগ্রামে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি। তাতে কোন এক সংস্করণ থেকে মুশফিকের বিদায়ের আভাস ছিল। তবে মুশফিক সংবাদ সম্মেলনে এসে জানালেন, তেমন তার ইচ্ছা নেই। 

শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে টেস্টে প্রথম পাঁচ হাজার স্পর্শ করার দিনে সেঞ্চুরিও তুলেন। ২৭০ বল খেলে ৮ম সেঞ্চুরি করার পর মুশফিকের উদযাপনের ছবি দিয়ে আসে জন্নাতুলের পোস্ট। যাতে তিনি লিখেছিলেন,  'আমরা হাসি মুখেই বিদায় নিবো ইনশাআল্লাহ। তবে আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো। সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হতো !' 

সাম্প্রতিক সময়ে মুশফিকের টি-টোয়েন্টি ছাড়ার গুঞ্জন ছিল। গত বিশ্বকাপে ব্যর্থতার পর এই সংস্করণ থেকে বাদও পড়েছিলেন তিনি। বিসিবি তাকে বিশ্রাম দেওয়ার কথা জানালেও কয়েকটি গণমাধ্যমে বাদ পড়ার কথাই জানান তিনি। দল নির্বাচন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেন এই অভিজ্ঞ তারকা। 

পরের সিরিজেই আবার ফিরেছিলেন মুশফিক। তবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ তার খেলা হবে কিনা তা নিয়ে আছে আলোচনা। বোর্ড সভাপতিও মুশফিকের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চেয়েছেন। 

সংবাদ সম্মেলনে এই নিয়ে স্ত্রীর পোস্ট নিয়ে তিনি বলেন,  'প্রথমত আমিতো দেখিনি কি লিখেছে, এখন দেখলে বোঝা যাবে কি বলা যাবে বা কি লিখেছে।'  

তবে কোন এক সংস্করণ থেকে অবসরের কোন ইচ্ছা না থাকার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি, 

'না আমার এরকম কোনো ইচ্ছে নেই আপাতত। ইচ্ছে হচ্ছে বাংলাদেশের জন্য যতটুকু সুযোগ আসবে এবং আমাকে যে যে সংস্করণে চাইবে আমার ফিটনেস ধরে রেখে ততদিন ভাল করার চেষ্টা করবো।' 

বিশ্বকাপে সমালোচনার মুখে সমালোচকদের আয়নায় মুখ দেখার কথা বলে আলোচনায় এসেছিলেন তিনি। সমালোচনাকারীদের আবারও এক হাত নিয়েছেন এই তারকা,  'একমাত্র বাংলাদেশেই দেখেছি একটা সেঞ্চুরি করলে ব্র্যাডম্যানের চেয়ে বড় কিছু হয়ে যায়। আবার দুই-তিনটা ম্যাচ রান না করলে গর্তের মধ্যে ঢুকে যায় (সমর্থকরা)। এটা একমাত্র বাংলাদেশেই হয়। জানিনা এটা কারা করে, এটা তাদের সমস্যা। আমার মনে হয় তারা যদি আরও ভালোভাবে বাংলাদেশ দলকে সমর্থন জোগান তাহলে খেলোয়াড়দের জন্য ও বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও ভালো। কারণ আমরা তো সিনিয়র ক্রিকেটার, আমরা হয়তো বেশিদিন খেলবোও না।' 

Comments

The Daily Star  | English

Multinational executives urge govt to ensure licensing, tax consistency

Yunus asked the executives to maintain transparency in businesses

49m ago