শরিফুল ছাড়া দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ডান হাতের চোটে পড়ে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। ফলে স্বাভাবিকভাবেই দ্বিতীয় টেস্টে নেই এ পেসার। তাকে ছাড়া বাকি দল অবশ্য অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ফিরতে পারেননি মেহেদী হাসান মিরাজ। গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে তামিম ইকবালের ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুল ফেটে যায় মিরাজের। যে কারণে চট্টগ্রাম টেস্টে ছিলেন না তিনি। সম্পূর্ণ ফিট না হওয়ায় তাকে রাখা হয়নি মিরপুর টেস্টেও।
মিরাজের পরিবর্তে জায়গা পেয়ে অবশ্য দারুণ খেলছেন নাঈম হাসান। জায়গা ধরে রেখেছেন তিনি। মিরাজের দলে না থাকা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল জানান, এখনও সেরে ওঠেননি মিরাজ। তবে তাকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পাওয়ার আশা করছেন তিনি।
বুধবার ম্যাচের চতুর্থ দিনের শেষ সেশনে চোটে পড়েন শরিফুল। নয় নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে ডানহাতে আঘাত পান তিনি। পরে একটি শট মারতে গিয়ে হাতের মাংশপেশিতে টানও পড়ে তার। চোট পাওয়া শরিফুলকে আর ফিল্ডিংয়ে নামায়নি বাংলাদেশ।
আগামী ২৩ মে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।
বাংলাদেশ দল:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নাঈম হাসান, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রেজা ও শহিদুল ইসলাম।
Comments