লিটন-মুশফিকের ব্যাটে বাংলাদেশের আলো ঝলমলে সেশন
দিনের প্রথম ঘন্টাতেই পড়ে গিয়েছিল ৫ উইকেট। একটা সময় তো প্রথম সেশনে গুটিয়ে যাওয়ার অবিশ্বাস্য এক শঙ্কার মধ্যে ছিল বাংলাদেশ। চরম বিপর্যস্ত পরিস্থিতি পার করে লিটন দাস-মুশফিকুর রহিম বাংলাদেশকে পাইয়ে দিয়েছেন মজবুত ভিত। কোন উইকেট না হারিয়েই দ্বিতীয় সেশন পার করে ফেলেছেন তারা।
মিরপুরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় সেশনে ৩০ ওভার ব্যাট করে কোন উইকেট না হারিয়ে ৮৭ রান তুলেছে বাংলাদেশ। চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫৩ রান। ২৪ রানে ৫ উইকেট হারনোর পর ৬ষ্ঠ উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে লিটন-মুশফিক তুলে ফেলেছেন ১২৯ রান।
১২৫ বলে ৭২ রানে ব্যাট করছেন লিটন, ১৫৬ বল খেলে ৬২ নিয়ে ক্রিজে আছেন মুশফিক।
ব্যাটিং ধস সামলে ৪২ রানের জুটি নিয়ে সেশন শুরু করেছিলেন লিটন-মুশফিক। শুরুর পর একটা সুযোগ ছাড়া পুরোটা সময় দুজনে খেলেছেন সাবলীলভাবে। কিছুটা আগ্রাসী থাকা লিটন ৪৭ রানে ফিরতে পারতেন। আসিতা ফার্নান্দোর বলে পুল করে টপ এজড হয়ে তার ক্যাচ যাচ্ছিল স্কয়ার লেগে। তা মুঠোয় রাখতে পারেননি বদলি ফিল্ডার কামিন্দু মেন্ডিস।
জীবন পেয়েই বাউন্ডারিতে ১৩তম ফিফটি উদযাপন করেন লিটন। পরের বলেই পুল করে মারেন আরেক চার। কিছুটা মন্থর খেলা মুশফিকও পরে ডানা মেলেন। ক্রিজ থেকে বেরিয়ে বাউন্ডারি বের করেন অনায়সে। এই দুজনকে আর আলগা করা যায়নি।
মিরপুরের উইকেটে সময় গড়ানোর সঙ্গে টার্ন, অসমান বাউন্স দেখা দিতে পারে। প্রথম ইনিংসের রানটা তাই বেশ গুরুত্বপূর্ণ। এই জুটি শেষ সেশনেও এমন খেলতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে পারে বাংলাদেশ।
Comments