লিটন নিজের খেলাকে পরের ধাপে নিয়ে গেছে: ডমিঙ্গো

ছবি: ফিরোজ আহমেদ

গত ছয় মাসে সবশেষ আট টেস্টে তিন সেঞ্চুরি পেয়েছেন লিটন দাস। নিজের বিপুল প্রতিভা ও সামর্থ্যের ছাপ অবশেষে সাদা পোশাকের ক্রিকেটে রাখতে পারছেন এই ব্যাটার। তার উন্নতির ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। পাশাপাশি তিনি জানিয়েছেন, সম্ভাবনাময় সফল টেস্ট ক্যারিয়ারকে পূর্ণতা দিতে আরও অনেক দূর যেতে হবে লিটনকে।

সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে সেঞ্চুরির স্বাদ নেন লিটন। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নান্দনিক ব্যাটিংয়ে ২২১ বলে ১৩৫ রানে অপরাজিত আছেন তিনি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তার ব্যাট থেকে এসেছে ১৬ চার ও ১ ছক্কা।

অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে বাংলাদেশের পক্ষে রেকর্ড ষষ্ঠ উইকেট জুটি গড়েছেন ফর্মের চূড়ায় থাকা লিটন। দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ৪৬৯ বলে ২৫৩। মুশফিক ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে খেলছেন ২৫২ বলে ১১৫ রানে। তাদের নৈপুণ্যে ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে সুবিধাজনক অবস্থানে থেকে দিন শেষ করেছে স্বাগতিকরা। অথচ সকালের শুরুতে ২৪ রানে ৫ উইকেট খুইয়ে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল মুমিনুল হকের দল।

লিটনের দুর্দান্ত স্কিল ও নিপুণ টেকনিক নিয়ে চর্চা এই ডানহাতি ব্যাটারের ক্যারিয়ারের শুরু থেকেই চলছে। সংবাদ সম্মেলনে ডমিঙ্গো ফের টানেন ওই প্রসঙ্গ, 'আমি মনে করি, আন্তর্জাতিক ক্রিকেটে টেকনিক একটি খুবই গুরুত্বপূর্ণ দিক। আমি মনে করি, লিটন নিজেকে বদলে ফেলেছে। সে খুব ভালো ব্যাটিং টেকনিকের মাধ্যমে উন্নতি করছে। গত দেড় বছরে টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করতে সে দারুণ একটা প্রক্রিয়া খুঁজে পেয়েছে। কখন কী করতে হবে এবং কখন কী করতে হবে না, তা সে জেনেছে।'

প্রথম ২৫ টেস্টে কোনো সেঞ্চুরি ছিল না লিটনের। সেই হতাশা কাটিয়ে সবশেষ ১২ ইনিংসে তিন হাফসেঞ্চুরির সঙ্গে তিন সেঞ্চুরি করেছেন তিনি। বাংলাদেশের প্রধান কোচের মতে, আত্মতুষ্টিতে না ভুগে লিটনকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে, 'এটা কেবল তার তৃতীয় সেঞ্চুরি। তার আরও অনেক পথ পাড়ি দিতে হবে। সে চমৎকার একজন খেলোয়াড়, চোখের জন্য প্রশান্তি। তার হাতে অনেক সময় রয়েছে। তবে সফল একটা টেস্ট ক্যারিয়ারের সম্ভাবনার পথে এটা দারুণ একটি শুরু। আর আরও অনেক কাজ করতে হবে। গত ১৮ মাসে সে দুর্দান্ত খেলেছে। তবে এখনই তার কাজ শেষ হয়ে যায়নি।'

টেস্টে লিটনের ব্যাটিং অর্ডারের আরও উপরে খেলা দরকার কিনা সে প্রশ্ন উঠছে অনেক দিন ধরে। ডমিঙ্গো জানিয়েছেন, নিচের দিকে নেমে পাওয়া সফলতাকে পুঁজি করে সামনে লিটন চার বা পাঁচে খেলার যোগ্য হয়ে উঠবেন, 'সে তার খেলাকে পরের ধাপে নিয়ে গেছে। আমার মনে হয়, নিচের দিকে ব্যাট করা তাকে সাহায্য করছে। আগামীতে সে অবশ্যই বাংলাদেশের চার অথবা পাঁচ নম্বর ব্যাটার হতে পারে। ছয় এবং সাতে নামাটা তার ওপর থেকে চাপ সরিয়ে নেয়। এতে সে ইতিবাচক উদ্দেশ্য নিয়ে খেলতে পারে।'

Comments

The Daily Star  | English
5 killed as train hits auto-rickshaw in Cumilla

5 killed as train hits auto-rickshaw in Cumilla

The accident took place when the Chattogram-bound Chattala Express train hit a battery-run auto-rickshaw in Kalikapur area

1h ago