সবুজ গালিচায় নিউজিল্যান্ডের দারুণ শুরু
মাঠ থেকে উইকেট আলাদা করা ছিল মুশকিল। ক্রাইস্টচার্চ হ্যাগলি ওভালের এমন সবুজ গালিচায় প্রত্যাশা অনুযায়ী আগে বল করার সুযোগ পেল বাংলাদেশ। তবে বাংলাদেশের পেসাররা সহায়ক কন্ডিশনের সুবিধা আদায় করতে পারলেন না। দারুণ ব্যাট করে বরং প্রথম সেশন নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড।
রোববার ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে টস হেরে ব্যাটিংয়ে গিয়ে ২৫ ওভারে বিনা উইকেটে ৯২ রান তুলেছে স্বাগতিকরা। প্রথম টেস্টে ব্যর্থ অধিনায়ক টম ল্যাথাম ফিফটি করে অপরাজিত আছেন ৬৬ রান রানে । তার সঙ্গী উইল ইয়ংয়ের রান ২৬।
টস জিতে তাসকিন আহমেদ-শরিফুল ইসলামের হাতে বল তুলে দেন মুমিনুল হক। কিন্তু এই দুজন ঘাসের উইকেটে থাকলেন সাদামটা। তাদের সামলে রান বাড়াতে কোন সমস্যাই হয়নি ল্যাথাম-ইয়ংদের।
নবম ওভারে বল করতে আসেন আগের টেস্টের নায়ক ইবাদত হোসেন। প্রথম বলে বাউন্ডারি খাওয়ার পরের বলেই উইকেট পেয়ে গিয়েছিলেন তিনি। তার ভেতরে ঢোকা বলে পরাস্ত হয়েছিলেন ল্যাথাম। জোরালো এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ারও। তবে ল্যাথাম রিভিউ নিলে দেখা যায় বল বেরিয়ে যাচ্ছে লেগ স্টাম্প মিস করে।
দুই বল পরই প্রায় একই রকম আরকে পরিস্থিতি। এবার সোজা বলে পেছনের পায়ে খেলতে গিয়ে মিস করেন ল্যাথাম। আবারও এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু আবারও বাংলাদেশের উল্লাস থেমে যায় ল্যাথাম রিভিউ নেওয়ার পর। এবার দেখা যায় বল উইকেটের বাড়তি বাউন্সের প্রভাবে বেরিয়ে যাচ্ছে উপর দিয়ে।
এরপর আর কোন সমস্যা তৈরি করতে পারেননি ইবাদতও। তার বল থেকে বের হয়ে যায় বেশ কিছু রান। ৬ ওভারে ইবাদত দিয়ে দেন ৩২ রান।
তাদেরকে মেরে ওয়ানডে মেজাজে রান বাড়াচ্ছেন ল্যাথাম। ৮৩ বলেই ১২ চারে করে ফেলেছেন ৬৬ রান। দিনের বাকিটা সময় বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন সময়।
Comments