না থেকেও আছেন টিম ডিরেক্টর

Khaled mahmud sujon & Mominul Haque
বলয়ের বাইরে থেকে মুমিনুল হকের সঙ্গে কথা বলছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ছবি: ফিরোজ আহমেদ

তখনো কেবল অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। গা গরমের ফুটবল খেলে ক্রিকেটাররা ব্যস্ত ফিল্ডিং অনুশীলনে। এই টেস্টের আগে জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে যাওয়া খালেদ মাহমুদ সুজনকে পাওয়া গেল 'টিম মিটিংয়ে'।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখা যায় খালেদ মাহমুদকে। বলয় ছেড়ে বেরিয়ে গেলেও দলের কৌশল, পরিকল্পনার নির্দেশনে থেকে বের হননি তিনি।

প্রথমে কোচ রাসেল ডমিঙ্গোকে দেখা যায় দূর থেকে তার সঙ্গে আলাপ করতে। মিনিট খানেক আলাপ করেই সরে যান ডমিঙ্গো। এরপর অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে লম্বা সময় নিয়ে চলে মাহমুদের আলোচনা। পরে সেখানে যোগ দেন ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল, অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল ও কম্পিউটার এনালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখর।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর কোচিং স্টাফের মাথায় টিম ডিরেক্টের পদ তৈরি করে সেখানে মাহমুদকে দায়িত্ব দেয় বিসিবি। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম টেস্টে তিনি ছিলেন দলের সঙ্গেই।

দ্বিতীয় টেস্টের আগে সুরক্ষা বলয় ছেড়ে বেরিয়ে যান বিসিবির এই প্রভাবশালী পরিচালক। কারণ হিসেবে জানা যায় সপ্তাহ খানেক পর নিউজিল্যান্ড সফরে যাওয়ার কারণে সাময়িক বলয় ছেড়েছেন তিনি। তবে বলয়ের বাইরে থেকেও দলের কৌশলগত সিদ্ধান্ত আসছে তার কাছ থেকেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ব্যর্থতার পেছনে টিম ম্যানেজমেন্টের অনেক সিদ্ধান্তকে দায়ি করা হয়েছিল। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজে মাহমুদ দায়িত্ব নিয়েও বদলাতে পারেননি কিছু। দল আছে সেই হারের বৃত্তে। এরমধ্যে চলমান টিম ম্যানেজমেন্টের নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে সমালোচিত।

Comments

The Daily Star  | English

Mindless mayhem

The clashes between students of three colleges continued yesterday, leaving over 100 injured in the capital’s Jatrabari.

5h ago