টেস্ট আঙ্গিনার কঠিন চ্যালেঞ্জে যাত্রা শুরু তরুণ জয়ের
বছর দুয়েক আগে যুব বিশ্বকাপে আলো ছড়িয়ে নিজের নাম চিনিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে সেঞ্চুরি করে দলকে তুলেছিলেন ফাইনালে। দলের হাল ধরে ইনিংস গড়ার দক্ষতা তখনই মিলেছিল। এরপর ঘরোয়া ক্রিকেটের নানা ধাপ পেরিয়ে তিনি পেয়ে গেলেন টেস্ট ক্যাপ।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ৯৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে জয়ের। খেলা শুরুর আগে তার মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেন অভিজ্ঞ তারকা সাকিব আল হাসান।
তার অভিষেক যতটা না নিজের টানা পারফরম্যান্সের জোরে, ততটা অন্যদের ব্যর্থতায়। টেস্টে তামিম ইকবাল না থাকায় ওপেনিংয়ে ভুগছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সাদমান ইসলাম-সাইফ হাসান দুজনেই হন ব্যর্থ। তাদের টেকনিকও হয়ে পড়ে প্রশ্নবিদ্ধ। সাদমান এক টেস্ট আগেই সেঞ্চুরি করার টিকে গেছেন, নড়বড়ে সাইফের বাদ পড়া ছিল অনুমিত। এরমধ্যে তিনি টাইফয়েডে আক্রান্ত হয়ে ছিটকে যাওয়ায় টিম ম্যানেজমেন্টের কাজটা হয়ে যায় সহজ। জয়ের মাথা উঠে যায় টেস্ট ক্যাপ।
এই টেস্ট জয় নামছেন ওপেনার হিসেবে। যদিও তিনি আসলে ওপেনার নন। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে তিন নম্বরে নামেন জয়। প্রথম টেস্টে তাকে দলে নিয়ে অধিনায়ক মুমিনুল জানান, ওপেনিংয়ে ব্যাকআপ হিসেবেই নেওয়া হয়েছে ২১ পেরুনো এই তরুণকে।
টেস্ট দলে আসার আগে এবার জাতীয় ক্রিকেট লিগে পাঁচ ম্যাচে দুই সেঞ্চুরি ও একটি ৮৩ রানের ইনিংস খেলেন এই ডানহাতি। টেস্ট আঙিনায় তার সামনে এবার আরও কঠিন চ্যালেঞ্জ। টেস্ট অভিষেকের আগে প্রথম শ্রেনীতে জয় খেলেছেন কেবল ৮ ম্যাচ। তাতে দুই সেঞ্চুরিতে ৪১ গড়ে ৫৭৪ রান তার। সাদা পোশাকে জাতীয় দলের হয়ে নিজের ক্যারিয়ার যদি এই তরুণ রাঙাতে পারেন তাহলে সবচেয়ে স্বস্তি পাবে বাংলাদেশ দল।
Comments