সিরিজের আগের রাতে হঠাৎ স্কোয়াডে সোহান
বাজে পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। কিন্তু মুশফিকুর রহিমের সামান্য চোট সমস্যা থাকায় সিরিজের ঠিক আগে আচমকা তাকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে যুক্ত হয়েছেন সোহান। তবে তাকে দলে আনা হয়েছে সতর্কতার অংশ হিসেবে।
সোহান যুক্ত হওয়ায় বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড এখন ১৫ জনের। বুধবার সিরিজের আগের দিন ফিল্ডিং ও ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় মুশফিককে। পরে জানায় অনুশীলনে ডানহাতের আঙুলে সামান্য চোট পেয়েছেন তিনি। এই চোটেই সতর্কতার অংশ হিসেবে স্কোয়াডে সোহানকে যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
২০২১ সালে জাতীয় দলে ফেরার পর টানা দলে ছিলেন সোহান। এই সময়ে ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০৭.৪৩ স্ট্রাইক রেটে স্রেফ ১৫৯ রান এসেছে তার ব্যাটে। দুই অঙ্কের আগে আউট হয়েছেন ১১ বার। সর্বোচ্চ ২৮। ফরচুন বরিশালের হয়ে বিপিএলে ৯ ইনিংসে ৮.২৫ গড় আর মাত্র ৯০.৪১ স্ট্রাইকরেটে করেন কেবল ৬৬ রান। এরপর তার বাদ পড়া হয়ে যায় নিশ্চিত। কিন্তু একটা বিশেষ পরিপ্রেক্ষিত ফের এই কিপার-ব্যাটসম্যানকে ফিরিয়ে আনল দলে।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল ৩টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শনিবার একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল আসান, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলি চৌধুরী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম, নাঈম শেখ ও নুরুল হাসান সোহান।
Comments