মামুলি লক্ষ্যে আফগানদের উড়ন্ত শুরু
লক্ষ্য দুইশোরও নিচে। এই পুঁজি নিয়ে ম্যাচ জিততে হলে শুরুতেই উইকেট দরকার ছিল বাংলাদেশ। তা হয়নি। উল্টো উড়ন্ত শুরু পেয়ে গেছে আফগানিস্তান।
সোমবার চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে লিটন দাসের ৮৬ রানের পরও বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১৯৩ রানে। নাগালের লক্ষ্য পেয়ে দুই ওপেনার রিয়াজ হাসান ও রাহমানুল্লাহ গুরবাজ প্রথম দশ ওভারেই তুলে নেন ৫৭ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.৩ ওভারে আফগানিস্তানের রান ১ উইকেটে ৭৯। বলে ৪৩ রান নিয়ে খেলছেন গুরবাজ। ৪৯ বলে ৩৫ রান করে আউট হয়ে ফিরেছেন রিয়াজ হাসান।
প্রথম ১৫ ওভারে সাবলীল খেলে বাংলাদেশকে খুব একটা সুযোগ দেননি রিয়াজ-গুরবাজ। নিজের ধরণ অনুযায়ী বেশি আগ্রাসী গুরবাজ। রিয়াজও খেলছেন চোখ ধাঁধানো শট। প্রথম ৪ ওভারে সাদামাটা থাকা সাকিব আল হাসান ফেরান রিয়াজকে। তার বলে এগিয়ে এসে খেলতে গিয়ে পরাস্ত হন রিয়াজ। কিপার মুশফিকুর রহিম বল ধরেও প্রথম চেষ্টায় স্টাম্পে লাগাতে পারেননি। রিয়াজ ক্রিজে না ফেরায় পরের চেষ্টায় সফল হন তিনি।
প্রথম ১০ ওভারেই বাংলাদেশ ব্যাবহার করে ৪ বোলার। তারা কেউই তৈরি করতে পারছিলেন না সুযোগ। ১ উইকেট পড়লেও লক্ষ্য কম থাকায় খুব একটা চাপ নেই আফগানদের। রান তাড়ায় বাকিটা সময় খুব একটা মেরে খেলার দরকার নেই তাদের। ওভার প্রতি তিন রানের কিছু বেশি নিলেই ম্যাচ জিতে যাবে তারা।
প্রথম দুই ওয়ানডে জিতে আগেই অবশ্য সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। তবে এই ম্যাচও ভীষণ গুরুত্বপূর্ণ ১০ পয়েন্টের হিসাব থাকছে।
Comments