বুধবার পাওয়া যাবে টি-টোয়েন্টি সিরিজের টিকিট

BD CRICKET FAN
চট্টগ্রাম টেস্টের গ্যালারির খুব কম জায়গাতেই দেখা মিলেছে এমন দর্শকের। ছবি: ফিরোজ আহমেদ

করোনাভাইরাসের প্রতিকূল সময় পার করে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজিও গ্যালারির সব আসনের টিকিট বিক্রি করবে বিসিবি। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১০০ টাকা, সর্বোচ্চ ১ হাজার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বুধবার সকাল ৯টা  থেকে শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামের কাউন্টারে পাওয়া যাবে টিকিট। ম্যাচের দিন মূল স্টেডিয়ামেও কেনা যাবে টিকিট।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১ হাজার টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, ক্লাব হাউস ৩০০ টাকা। শহীদ জুয়েল ও শহীদ মোশতাক স্ট্যান্ড ১৫০ টাকা। পূর্ব গ্যালারিতে বসে খেলা দেখা যাবে ১০০ টাকায়।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল ৩টায় প্রথম টি-টোয়েন্টিতে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শনিবার একই সময়ে হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ।

চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানদের ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের জন্য অপেক্ষায় নতুন চ্যালেঞ্জ।

করোনাভাইরাস পরবর্তী সময়ে শুরুতে দর্শক ছাড়াই খেলা চালানো হয় বাংলাদেশে। গত পাকিস্তান সিরিজে আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি করা হয়েছিল। তবে বিপিএলের সময় করোনা বেড়ে যাওয়ায় আবার ফাঁকা মাঠে চালানো হয় ম্যাচ। তবে প্লে-অফ রাউন্ড থেকেই সীমিত সংখ্যক দর্শককে মাঠে খেলা দেখার সুযোগ দেওয়া হয়।

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি করা হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই পুরো আসনের টিকিটই ছাড়া হয় বাজারে।

Comments

The Daily Star  | English

Confronting Dhaka’s battery-run rickshaw dilemma

One of the more recent manifestations of informal urban expansion is the proliferation of battery-run rickshaws.

6h ago