প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন মুশফিক
বাংলাদেশের হয়ে এদিন শততম টি-টোয়েন্টি ম্যাচে নামার কথা ছিল মুশফিকুর রহিমের। তবে আঙুলের চোটে ছিটকে যাওয়ায় ম্যাচটি খেলতে পারছেন না তিনি।
বুধবার দলের অনুশীলনে ডান হাতের বড়ো আঙুলে চোট পান মুশফিক। তার চোট শঙ্কা থাকায় রাতেই দলে যুক্ত করা হয় কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে।
বিসিবি জানায়, আঙুলের চোটে ছিটকে যাওয়া মুশফিকের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। শুক্রবার আরেক দফা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি পরের ম্যাচটি খেলতে পারবেন কিনা।
বাংলাদেশ দলের ফিজিও বায়জেদুল ইসলাম গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় জানান ছিটকে পড়লেও মুশফিকের চোট গুরুতর নয়, 'গতকাল মুশফিকের ডান হাতের বুড়ো আঙুলে বল লাগার পর এক্স-রে করানো হয় তার। ওখানে খারাপ কিছু আসেনি। তবে জায়গাটা একটু ফুলে আছে এবং রঙ বদলে গেছে। ওকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আজকের ম্যাচের জন্য বিবেচনার বাইরে রাখা হয়েছে। আগামীকাল অনুশীলনের পর আমরা ওকে নিয়ে সিদ্ধান্ত জানাব।'
বৃহস্পতিবার বিকেল ৩টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নামছে বাংলাদেশ।
Comments