চোট কাটিয়ে খেলতে প্রস্তুত মুশফিক
বাংলাদেশের হয়ে মাইলফলকের ম্যাচের আগে আসে দুঃসংবাদ। আঙুলের চোটে শততম টি-টোয়েন্টি ম্যাচে নামার অপেক্ষা বাড়ে মুশফিকুর রহিমের। তবে আশার কথা দ্বিতীয় ম্যাচেই তাকে পাচ্ছে বাংলাদেশ। চোট কাটিয়ে মাঠে নামতে প্রস্তুত এ তারকা। বিসিবির দেওয়া এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ফিজিও বায়জেদুল ইসলাম।
গত বুধবার অনুশীলনে শরিফুল ইসলামের বল খেলতে গিয়ে বাঁহাতে বল লাগে মুশফিকের। ব্যাথা পাওয়ায় পরে আর ব্যাটিং করেননি। ধারণা করা হয়েছিল ম্যাচের আগেই ফিরে আসবেন। যদিও তার চোট শঙ্কা থাকায় রাতেই দলে যুক্ত করা হয় কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে। তবে প্রথম ম্যাচে খেলতে পারেননি মুশফিক। দ্বিতীয় ম্যাচেই ফিরছেন এ তারকা ক্রিকেটার।
ভিডিওতে বায়জেদুল বলেন, 'গত ২ তারিখে মুশফিকুর রহিমের ডান হাতের বৃদ্ধাঙুলে বল লাগার পর আমরা একটা এক্স-রে করিয়েছিলাম। এক্স-রে ফ্র্যাকচার বা এ জাতীয় কিছু আসে নাই। গতকাল আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম, দেখা সেখানে কোনো সোয়েলিং হয় নাই। আজকে সে অনুশীলনে ব্যাটিং করেছে। থ্রোআউট করেছে, স্পিন নেট করেছে, পেস বোলিংয়েও করেছে। তো সে ভালো আছে, কালকের ম্যাচের জন্য সে বিবেচনায় থাকছে।'
সোহানকে দলে আনা হলেও প্রথম টি-টোয়েন্টি ম্যাচে উইকেটের পেছনে ছিলেন লিটন দাস। আর ম্যাচে মুশফিকের অভাবটা সে অর্থে টের পায়নি টাইগাররা। লিটনের দুর্দান্ত হাফসেঞ্চুরির পর নাসুম আহমেদের ঘূর্ণিজালে সহজ জয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ।
আগামীকাল শনিবার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়।
Comments