মাউন্ট মঙ্গানুইতে নতুন কিছু ঘটতে যাচ্ছে: হার্শা ভোগলে

harsha
ছবি: ফেসবুক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। প্রতিযোগিতাটির প্রথম আসরে ভারতকে হারিয়ে শিরোপা জেতে তারা। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে তারা বর্তমানে রয়েছে দ্বিতীয় স্থানে। কিউইদের মাটিতে তাদের বিপক্ষে সব সংস্করণ মিলিয়ে খেলা ৩২ ম্যাচের সবকটিতে হেরেছে বাংলদেশ। সেই দুঃসহ স্মৃতি পেছনে ফেলে পরম আকাঙ্ক্ষিত 'প্রথম' জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে লিখেছেন, 'মাউন্ট মঙ্গানুইতে নতুন কিছু ঘটতে যাচ্ছে। (টেস্ট ম্যাচটি জিততে পারলে) এটি বাংলাদেশের জন্য একটি বড় মুহূর্ত হবে। তারা দৃঢ় সংকল্পের সঙ্গে ব্যাটিং করছে এবং পেস দিয়ে জয়ের দিকে যাচ্ছে।'

মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে সফরকারী বাংলাদেশ। আগের দুই দিনের মতো এদিনও পুরোপুরি দাপট দেখিয়েছে মুমিনুল হকের দল।

৫ উইকেটে ১৪৭ রান নিয়ে আগামীকাল পঞ্চম দিনে মাঠে নামবে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে তাদের লিড মাত্র ১৭ রানের। এক পর্যায়ে, ২ উইকেটে ১৩৬ রানে পৌঁছে গেলেও বাংলাদেশের পেসার ইবাদত হোসেন স্মরণীয় এক স্পেলে নাড়িয়ে দেন স্বাগতিকদের। স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই তারা খোয়ায় ৩ উইকেট। ফিফটি তুলে নিয়ে দারুণ খেলতে থাকা উইল ইয়াং হন বোল্ড। স্টাম্প উপড়ে যায় হেনরি নিকোলসেরও। এরপর টম ব্লান্ডেল পড়েন এলবিডব্লিউয়ের ফাঁদে।

ক্রিজে আছেন নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারের শেষ দুই বিশেষজ্ঞ ব্যাটার রস টেইলর ও রাচিন রবীন্দ্র। লিড বাড়িয়ে নেওয়ার মূল দায়িত্ব এখন এই দুজনের কাঁধে। তারা কি পারবেন বাংলাদেশকে কঠিন কোনো সমীকরণ ছুঁড়ে দিতে? নাকি ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে লক্ষ্য নাগালের মধ্যে রেখে বাংলাদেশ পারবে ইতিহাস গড়তে?

Comments

The Daily Star  | English

Exporters caught off guard by India’s import curbs

Hundreds of trucks carrying India-bound goods were either stuck or forced to leave without offloading goods at several Bangladeshi land ports yesterday.

7h ago