জয়ের হাতে তিনটি সেলাই, খেলা নিয়ে শঙ্কা
মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে চলাকালে ফিল্ডিং করার সময় ডান হাতের আঙুলে চোট পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তার হাতে পড়েছে তিনটি সেলাই। তাকে রাখা হয়েছে সাত থেকে দশ দিনের পর্যবেক্ষণে। ফলে এই টেস্টে তার ফের মাঠে নামা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
মঙ্গলবার টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিংয়ে চোট পাওয়ার পর মাঠ ছেড়ে বেরিয়ে যান জয়। এরপর তার হাতে সেলাই পড়ায় তিনি আর মাঠে ফেরেননি।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেছেন, 'আজকে ফিল্ডিং করার সময় মাহমুদুল হাসান জয়ের ডান হাতে একটা ইনজুরি হয়েছে, তৃতীয় ও চতুর্থ আঙুলের মধ্যে। তো আমাদের চিকিৎসক যিনি এখানে ছিলেন, তিনি ইতোমধ্যে ওটাকে সেলাই করে দিয়েছেন। ওর তিনটা সেলাই পড়েছে। দেখা যাচ্ছে, ওকে এখন সাত থেকে দশ দিনের পর্যবেক্ষণে থাকতে হবে। আর ওর যা যা ঔষধ দরকার, তা ইতোমধ্যে দেওয়া হয়েছে।'
কেবল এই টেস্টে নয়, সিরিজের পরের টেস্টে জয়ের খেলা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ক্রাইস্টচার্চে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ৯ জানুয়ারি থেকে।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৫৮ রানের বিশাল সংগ্রহ গড়ার পেছনে ভিত গড়ে দেন জয়। ধৈর্যের পরিচয় দিয়ে এই তরুণ ওপেনার খেলেন ২২৮ বলে ৭৮ রানের ইনিংস। পরে অধিনায়ক মুমিনুল হক ও লিটন দাসের কল্যাণে নিউজিল্যান্ডের ৩২৮ রান টপকে ১৩০ রানের বিশাল লিড নেয় টাইগাররা।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের পেসার ইবাদত হোসেনের তোপের মুখে পড়েছে স্বাগতিক কিউইরা। চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭ রান। অর্থাৎ হাতে ৫ উইকেট নিয়ে মাত্র ১৭ রানে এগিয়ে আছে তারা। ফলে বাংলাদেশের সামনে রয়েছে দুর্দান্ত এক জয়ের হাতছানি। এমন পরিস্থিতিতে জয়ের চোট কিছুটা হলেও ধাক্কা হয়ে এসেছে সফরকারীদের জন্য।
Comments