আধা ঘণ্টার মধ্যে জোকোভিচকে ছেড়ে দিতে বলেছে অস্ট্রেলীয় আদালত

হুট করেই বর্তমান বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচের ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া সরকার। তার বিরুদ্ধে আপিল করেছিলেন এ তারকা। অবশেষে রায় এসেছে তার পক্ষেই। সরকারের এ সিদ্ধান্তকে "অযৌক্তিক" বলে মনে করে অবিলম্বে অভিবাসন আটক থেকে তাকে মুক্তি দিতে বলেছেন অস্ট্রেলিয়ার একজন বিচারক।

সোমবার সরকারের আদেশ বাতিল করে বিচারক অ্যান্থনি ক্যালি রায়ে জানিয়ে দিয়েছেন, পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র ফেরত দিয়ে আধা ঘণ্টার মধ্যে জোকোভিচকে ছেড়ে দিতে হবে। পাশাপাশি অস্ট্রেলিয়াতেও থাকতে পারবেন এ সার্বিয়ান তারকা।

এছাড়া মামলা চালাতে জোকোভিচের যে খরচ হয়েছে, সেটাও অস্ট্রেলিয়া সরকারকে বহন করতে বলেছে আদালত। এমন সংবাদই প্রকাশ করেছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

গত বুধবার মেলবোর্নের বিমানবন্দরে জোকোভিচের ঘন্টাব্যাপী জিজ্ঞাসাবাদের তীব্র সমালোচনা করেছিলেন ক্যালি। এদিন তাকে জিজ্ঞাসাবাদ এবং ভিসা বাতিল করা উভয়ই "অযৌক্তিক" ছিল বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভিসা বাতিলের বিষয়টি তখন টেনিস সংস্থা বা আইনজীবীর সাথে কথা বলার জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষ জোকোভিচকে পর্যাপ্ত সময়ও দেয়নি বলে মনে করেছেন এ বিচারক।

এমনিতে অস্ট্রেলিয়ায় প্রবেশের জন্য এখন কোভিড টিকা নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সুযোগ দিতে সার্বিয়ার খেলোয়াড় জোকোভিচের ক্ষেত্রে ওই শর্ত শিথিল করে ভিসা দিয়েছিল কর্তৃপক্ষ। যে স্থানীয়দের তীব্র রোষানলে পড়ে অস্ট্রেলিয়ার সরকার।

Comments

The Daily Star  | English

Govt to form independent board to run Nagad: finance adviser

The decision came from a high-level meeting of the interim government

9m ago