স্লেজিং নিয়ে কখনো অভিযোগ করিনি: মুমিনুল

Mominul Haque
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

প্রথম টেস্ট হেরে আসার পর দক্ষিণ  আফ্রিকান ক্রিকেটাররা মাঠে বাজেভাবে গালাগালি করেছেন বলে অভিযোগ করেছিলেন মুমিনুল হক। বাংলাদেশ অধিনায়ক এবার বললেন, স্লেজিং নিয়ে তাদের কখনো কোন অভিযোগ ছিল না। মানসিকভাবেও তারা খুব শক্ত অবস্থানে থেকেই আরেকটি টেস্ট শুরু করবেন।

ডারবানে দক্ষিণ আফ্রিকার ২৭৪ রান তাড়ায় ৫৩ রানে গুটিয়ে আসার পর এক প্রশ্নের জবাবে প্রতিপক্ষ 'অ্যাভিউজ' করার কথা জানান মুমিনুল। কি ধরণের গালাগাল তা অবশ্য স্পষ্ট করেননি। মাঠের আম্পায়াররা বিষয়টি নজর না দেওয়ায় আনুষ্ঠানিকভাবেও বাংলাদেশ অভিযোগ করেছে বলে জানায় দুটি গণমাধ্যম।

পোর্ট এলিজাবেথ টেস্ট শুরুর আগেও বিষয়টি থাকল আলোচনায়। ম্যাচ হারার পর বাংলাদেশ অনেক বেশি অভিযোগ করছে  বলে জানান প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকান এক সাংবাদিক এই বিষয়টি জানতে মুমিনুলের কাছে। এবার বাংলাদেশ অধিনায়ক সরে আসেন তাদের আগের জায়গা থেকে, 'আমি কখনই স্লেজিং নিয়ে অভিযোগ করিনি কারণ ক্রিকেটে এসব জিনিস হয়। আপনাকে এটা গ্রহণ করতে হবে, সহজভাবে মেনে নিতে হবে। আমি কখনো এটা নিয়ে অভিযোগ করিনি।'

প্রথম টেস্টের পর মনে হয়েছে মাঠের খেলার পাশাপাশি শরীরী ভাষায় পরাভূত বাংলাদেশ দল। প্রতিপক্ষ ক্রিকেটীয় দক্ষতার পাশাপাশি প্রচলিত মুখের কথাতেও কাবু করেছে মুমিনুলদের। মুমিনুল অবশ্য এটা মানতে চাইলেন না। তার মতে মানসিকভাবে তারা আছেন শক্ত অবস্থানেই, 'প্রথম প্রশ্ন যেটা করলেন আমরা মানসিকভাবে হেরে গিয়েছি, আমার কাছে মনে হয় না আমরা কখনো মানসিকভাবে হেরে গিয়েছিলাম। মানসিকভাবে হেরে গেলে পাঁচদিনের খেলায় আমরা চারদিন খুব ভাল ক্রিকেট খেলতে পারতাম না। মানসিকভাবে সবাই ঠিক আছে, সবাই শক্ত আছে। সবাই ভালোমতো ক্রিকেট খেলছে।'

Comments

The Daily Star  | English

Specific laws needed to combat cyber harassment

There is an absence of a clear legal framework and proper definitions when it comes to cyber violence against women, speakers said at an event yesterday.They urged for specific legislation to combat such crimes..The roundtable, titled “Scanning the Horizon: Addressing Cyber Violence agains

2h ago