লিড নেওয়া এখনো অনেক দূরের চিন্তা: মিরাজ

Mehedi hasan Miraz

দক্ষিণ আফ্রিকাকে চারশোর নিচে আটকে রাখার পর ব্যাট করতে নেমে একটা পর্যায়ে ভালো অবস্থা থেকেও দ্রুত পথ হারায় বাংলাদেশ। সাইমন হার্মারের অফ স্পিনে একশোর আগেই হারিয়ে ফেলে চার উইকেট। ম্যাচের প্রেক্ষাপট, উইকেটের আচরণ বিচার করে এই অবস্থায় লিড পাওয়া অনেক দূরের চিন্তা মনে হচ্ছে মেহেদী হাসান মিরাজের।

ডারবান টেস্টের দ্বিতীয় দিনে স্পষ্ট প্রভাব বিস্তার করেছে স্বাগতিকরা। প্রোটিয়াদের ৩৬৭ রানের জবাবে ৪ উইকেটে ৯৮ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। লিড পেতে হলে বাংলাদেশকে এখনো করতে হবে ২৬৯ রান।

দিনের খেলা শেষে গণমাধ্যমে কথা বলতে এসে মিরাজ জানালেন আপাতত তাদের চিন্তা যতদূর যাওয়া যায়। লিডের চিন্তা এখন রাখছেন দূরে, 'এখনো অনেক দূরের চিন্তা (লিড)। চেষ্টা করব প্রথম সেশনটা খেলার। ব্যাটসম্যানদের অনেক চ্যালেঞ্জ থাকবে। কারণ ৪ উইকেট পড়ে গেছে। চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে। যত দূর যেতে পারি, সেটিই সহায়তা করবে আমাদের।'

 কঠিন পথ পাড়ি দিতে হলেও এখনি খেলায় নিজেদের খুব পিছিয়ে রাখতে চান না তিনি। লিড না পেলেও প্রোটিয়াদের রানের কাছাকাছি যাওয়ার পরিকল্পনা তাদের,  'এখনো অনেক বাকি আছে। এখনোই ফল অনুমান করা সম্ভব না। টেস্টে এমন হয়ই। যারা বেশি ভালো খেলবে তারাই জিতবে। এখনো আমাদের অনেক সুযোগ আছে। জয় আছে, লিটন দা আছে, রাব্বি আছে, আমি আছি। যত দূরে যেতে পারি, চেষ্টা করব। যত দূরে যাব ততো ভালো হবে। ওদের জন্যও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে। প্রথম ইনিংসে যতো দূরে যেতে পারি, সেটাই ভালো হবে।'

দ্বিতীয় দিনে অবশ্য বাংলাদেশ থাকতে পারত আরেকটু স্বস্তিতে। ২৯৮ রানে প্রতিপক্ষের ৮ উইকেট ফেলা দেওয়ার পরও টেল এন্ডাররা ভুগান বাংলাদেশকে। শেষ দুই উইকেটে আসে ৬৯ রান। ওই রানটাই ব্যবধান গড়ে দেয় কিনা দেখার বিষয়।

Comments

The Daily Star  | English
taka weakens against us dollar in Bangladesh

Taka weakens against US dollar again

The inter-bank exchange rate hit Tk 122.78 per US dollar today

1h ago