বিসিবির চাওয়ায় আইপিএলকে ‘না’ বললেন তাসকিন

আইপিএল লখনউ সুপারজায়ান্ট দলে চেয়েছিল তাসকিন আহমেদকে। তবে জাতীয় দলের খেলা ফেলে এই পেসারকে আইপিএলের জন্য ছাড়তে রাজী হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির চাওয়া মেনে নিয়ে লখনউকে আইপিএল না খেলার কথা জানিয়ে দিয়েছেন তাসকিন।

ইংলিশ পেসার মার্ক উড চোটে পড়ায় তার বদলি হিসেবে বাংলাদেশের তাসকিন ছিলেন লখনউর পছন্দ। কিন্তু আইপিএলের সময়টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ আছে বাংলাদেশের। মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টেও দলের ভরসা তাসকিন।

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, লখনউ চাইলেও তাসকিনকে যেতে অনুমতি দেননি তারা,  'তাসকিনকে লখনউ দল চেয়েছিল। এবং সেটা বিসিসিআই আমাদেরও জানিয়েছিল, লখনউ দল থেকেও আমাদের জানিয়েছে। সে এখন খেলছে এই সিরিজে। সামনে গুরুত্বপূর্ণ দুই টেস্ট। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সে সিরিজ খেলবে। এই সিরিজে সে এভেইলেব। আমরা তাকে অনুমতি দেইনি।'

জালাল ইউনুস জানান, প্রস্তাব পাওয়ার পর তাসকিনের সঙ্গে আলাপ করেন তিনি নিজে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট। তারা তাসকিনকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন, তাসকিনও তা মেনে নেন,  'অলরেডি তাসকিনের সঙ্গে কথা হয়েছে। তাসকিনের মতামতের থেকে যেটা হলো আমরা তাকে জানিয়েছে। সে বুঝতে পেরেছে। সে এটা মেনে নিয়েছে।  আমাদের বোর্ড সভাপতিও কথা বলেছেন, আমিও বলেছি। ওইখানকার টিম ম্যানেজমেন্টও কথা বলেছে। সে বুঝতে পেরেছে আমার জাতীয় দলে থাকাটা গুরুত্বপূর্ণ।'

'সে ওদেরকে (লখনউ) জানিয়ে দিছে সে আইপিএল খেলতে পারছে না। সে সাউথ আফ্রিকা সিরিজ খেলবে। পুরো সিরিজ খেলে সে দেশে ফিরবে।' 

আগামী ২৬ মার্চ থেকে মুম্বাই ও পুনেতে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৫তম আসর। খেলা চলবে ২৯ মে পর্যন্ত। এই পুরো মৌসুমেই তাসকিনকে চেয়েছিল লখনউ।

বাংলাদেশ দলের সঙ্গে সিরিজ খেলতে তাসকিন এখন আছেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে ওয়ানডে ও টেস্ট দুই স্কোয়াডেরই পেস আক্রমণের অন্যতম ভরসা তাসকিন। বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হবে ১২ এপ্রিল। সেক্ষেত্রে তাসকিনের এই সময়ে আইপিএল যোগ দেওয়ার বাস্তবতা নেই।

মে মাসের শুরুতে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। সেখানেও তাসকিন থাকবেন প্রথম পছন্দের খেলোয়াড় হিসেবে। জাতীয় দলের খেলা ও এই পেসারের ওয়ার্ললোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে আগামীতে পরিস্থিতি অনুকূলে থাকলে এবং সুযোগ পেলে তাকে আইপিএল খেলার সুযোগ দেওয়া হতে পারে।

এবার আইপিএলের নিলামে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন কেবল মোস্তাফিজুর রহমান। ২ কোটি রুপিতে তাকে নেয় দিল্লি ক্যাপিটালস। টেস্ট স্কোয়াডের সদস্য না হওয়ায় দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের পরই মুম্বাই উড়াল দিবেন তিনি।

Comments

The Daily Star  | English

Multinational executives urge govt to ensure licensing, tax consistency

Yunus urged the executives to collaborate with the government to promote Bangladesh to potential investors and ensure business opportunities expanded in the country.

24m ago