বাংলাদেশের সামনে রেকর্ড রান তাড়া করে জেতার চ্যালেঞ্জ

৫ উইকেটে ১৫৭ রান নিয়ে শেষ সেশন শুরু করেছিল প্রোটিয়ারা। কিন্তু আর কেবল ৪৭ রান যোগ করতেই তারা হারাল বাকি ৫ উইকেট। তবু লিডটা ছাড়িয়ে গেছে আড়াইশ। ডারবান টেস্ট জিতে ইতিহাস গড়তে হলে বাংলাদেশকে ছাড়িয়ে যেতে হবে নিজেদের রান তাড়ার রেকর্ডও।

রোববার কিংসমিডে শেষ সেশনে ২০৪ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। তাতে বাংলাদেশের সামনে ম্যাচ জেতার লক্ষ্য দাঁড়াতে ২৭৪ রানের। টেস্ট ক্রিকেটে ঘরে-বাইরে মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড ২১৭ রানের। ২০০৯ সালে গ্রানাডায় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তারা।

চা-বিরতির পর ফিরে ভিয়ান মুল্ডার বেশিক্ষণ টেকেননি। মেহেদী হাসান মিরাজের বলে তিনি ক্যাচ দেন স্লিপে। কেশব মহারাজ এসেও টিকতে পারেননি। তাকে দারুণ এক বলে কাবু করেন তাসকিন আহমেদ।

রায়ান রিকেলটনের সঙ্গে জুটিতে সব সামাল দিচ্ছেন সাইমন হার্মার। লিড আড়াইশ ছাড়িয়ে নিয়ে নিরাপদ দিকে দলকে টানছিলেন তারা। এই জুটি জমে উঠতেই বদলি ফিল্ডার নুরুল হাসান সোহানের দুর্দান্ত এক থ্রোতে রান আউটে বিদায় হার্মারের।

মিরাজের বলে ড্রাইভে বাউন্ডারির দিকে বল পাঠিয়ে তিন রান নিতে গিয়েছিলেন। ডিপ কাভারে বাউন্ডারি লাইন থেকে সরাসরি এক থ্রোয় স্টাম্প ভেঙে দেন সোহান। খানিক পর মিস ফিল্ডিংয়ে রান নিতে আত্মঘাতি রান আউটে কাটা পড়েন লিজার্ড উইলিয়ামস।

এগারো নম্বর ব্যাটসম্যান ডোয়াইন অলিভিয়ারকে ছেঁটে ফেলতে সময় নেননি  ইবাদত হোসেন। তার তৃতীয় শিকার হলে আচমকা ধসে গুটিয়ে যায় প্রোটিয়ারা।

সংক্ষিপ্ত স্কোর 
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৩৬৭

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৯৮ 

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ৭৪ ওভারে ২০৪ (এরউইয়া ৮, এলগার ৬৪, পিটারসেন ৩৬, বাভুমা ৪, রিকেলটন ৩৯*, ভেরেইনা ৬, মুল্ডার ১১, মহারাজ ৫, হার্মার ১১, উইলিয়ামস ০, অলিভিয়ার ০ ; খালেদ ০/৩৩, মিরাজ ৩/৮৫,শান্ত ০/৩, ইবাদত ৩/৪০, মুমিনুল ০/০, তাসকিন ২/২৪) 

Comments

The Daily Star  | English

Mindless mayhem

The clashes between students of three colleges continued yesterday, leaving over 100 injured in the capital’s Jatrabari.

6h ago