বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দলে রিকেলটন
ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দক্ষিণ আফ্রিকা দল থেকে সরে দাঁড়িয়েছেন জুবায়ের হামজা। তার পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে রায়ান রিকেলটনকে।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের স্বীকৃত পেজে রিকেলটনকে অন্তর্ভুক্ত করার খবর নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)।
২৫ বছর বয়সী রিকেলটন আছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায়। বাঁহাতি এই ব্যাটার উইকেটরক্ষকের দায়িত্বও পালন করে থাকেন। এখন পর্যন্ত ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচ, ৫৪টি লিস্ট 'এ' ও ৪৭টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
১৬ সদস্যের দক্ষিণ আফ্রিকা ওয়ানডে স্কোয়াড:
টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, কুইন্টন ডি কক, রায়ান রিকেলটন, মার্কো ইয়ানসেন, ইয়ানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েইন পারনেল, আন্দিল ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার ডাসেন, কাইল ভেরেইনা।
Comments