পাঁচ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

ফাইল ছবি

শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার পেসারদের এক্সট্রা বাউন্সে দিশেহারা বাংলাদেশ দল। একের পর এক উইকেট পতন হচ্ছে প্রোটিয়া পেসারদের বাউন্স বুঝতে না পেরে। দলের সেরা পাঁচ ব্যাটার এর ফাঁদে পড়ে এরমধ্যেই ফিরে গেছেন সাজঘরে। ফলে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ দল। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় সংগ্রহ এনে দেওয়ার নায়কদের এরমধ্যেই হারিয়েছে টাইগাররা। সাকিব আল হাসান, লিটন দাস, অধিনায়ক তামিম ইকবাল ও ইয়াসির আলী রাব্বি কেউই দায়িত্ব নিতে পারেননি। পারেননি উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমও। বাড়তি বাউন্সের চাপে বিধ্বস্ত হয় টাইগারদের লাইন আপ।

রোববার জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৫ ওভারে ৫ উইকেটে ৪৭ রান করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ ২ ও আফিফ হোসেন ১১ রানে ব্যাটিং করছেন।

দলীয় ৩৪ রানে তিন উইকেট হারানোর পর দল তাকিয়ে ছিল মুশফিকের দিকে। যদিও শুরু থেকেই এক্সট্রা বাউন্সে হাঁসফাঁস করছিলেন তিনি। তবে বেশ কয়েকবার ভাগ্য সঙ্গে থাকায় বেঁচে যান। এমনকি স্লিপে ইয়ানেমান মালানের হাতে সহজ জীবনও পেয়েছেন। কিন্তু জীবন কাজে লাগাতে পারেননি তিনি। ওয়েন পারনেলের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েছেন তিনি। ৩১ বলে ১২ রান করেন এ ব্যাটার।

অথচ প্রথম ম্যাচের মতো এদিনও টাইগারদের লক্ষ্য ছিল দেশের শুনে ব্যাট করে ভালো সূচনা এনে দেওয়া। সে লক্ষ্যেই শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। তবে ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই ভাঙে তাদের প্রতিরোধ।

লুঙ্গি এনগিডির আগের বলটিতেই বাড়তি বাউন্স ঠিকভাবে সামলাতে পারেননি তামিম। হাতে লাগে মাটিতে পড়ায় বেঁচে যান সে যাত্রায়। তবে পরের বলেও এক্সট্রা বাউন্স বুঝতে না পারার খেসারৎ দিলেন। এবার তার বাড়তি বাউন্সারে বল ব্যাটের কানায় লেগে চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো কেশভ মহারাজের হাতে। ৪ বলে ১ রান আসে তার ব্যাট থেকে।

সাকিবও আউট হয়েছেন সেই এক্সট্রা বাউন্সের ফাঁদে পড়ে। কাগিসো রাবাডার বলে ফ্লিক করতে গিয়েছিলেন। কিন্তু ব্যাটের কানায় লেগে চলে যায় কভারে দাঁড়ানো কাইল ভেরেইনার হাতে। ছয় বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এ অলরাউন্ডার।

লিটন অবশ্য কিছুটা সাবলীলই ব্যাটিং করছিলেন। দারুণ তিনটি বাউন্ডারি মেরেছিলেন। আরও একটি মারতে গিয়ে রাবাডার বলে উইকেটরক্ষকের মাথার উপর দিয়ে আপার কাট করার চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যাটে বলে ঠিকভাবে হয়নি। কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক কুইন্টন ডি ককের হাতে। ২১ বলে ১৫ রান করেন তিনি।

তরুণ ইয়াসির আলী রাব্বিও পড়েছেন এক্সট্রা বাউন্সের ফাঁদে। তাকেও শিকার করেছেন রাবাডা। তার বলে লেগে ঘোরাতে চেয়েছিলেন ইয়াসির। কিন্তু ব্যাটের কানায় লেগে চলে যায় মহারাজের হাতে। ১৪ বলে ২ রান করেন তিনি।

Comments

The Daily Star  | English

Chinmoy followers clash with cops in Ctg; lawyer killed

The deceased, 32-year-old Saiful Islam, is a member of Chattogram District Bar Association

1h ago