দুর্দান্ত ইনিংস খেলে সাকিব-ডি ভিলিয়ার্সকে কৃতিত্ব দিলেন ইয়াসির
ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা ভালো না হলেও ইয়াসির আলী রাব্বির ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। সেই আস্থার প্রতিদান তিনি দিলেন দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ম্যাচে। বাংলাদেশের জয়ের পুঁজি প্রাপ্তিতে দুর্দান্ত হাফসেঞ্চুরি করে নিজের সামর্থ্য ও প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। পরে তরুণ এই ক্রিকেটার জানান, তার মারমুখী ইনিংসের পেছনে ছিল সতীর্থ তারকা সাকিব আল হাসান ও দক্ষিণ আফ্রিকারই কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের অবদান।
শুক্রবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক ছিলেন ইয়াসির। ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে খেলতে নেমে তিনি স্বাদ নেন এই সংস্করণে প্রথম ফিফটির। ৪ চার ও ২ ছক্কায় ৪৪ বলে তার ব্যাট থেকে আসে ৫০ রান। চতুর্থ উইকেটে সাকিবের সঙ্গে ৮২ বলে রেকর্ড ১১৫ রানের জুটি গড়েন ইয়াসির। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ জুটি।
শুরুতে কিছুটা ভুগতে হয় ইয়াসিরকে। বিশেষ করে, শর্ট বলের বিপরীতে তাকে দেখাচ্ছিল নড়বড়ে। তবে সুপারস্পোর্ট পার্কের ব্যাটিং সহায়ক উইকেটে মানিয়ে নেওয়ার পর রানের ফোয়ারা ছুটতে থাকে ইয়াসিরের ব্যাট থেকে। পুল, ফ্লিকসহ দর্শনীয় কিছু শট খেলেন তিনি। দুই ওপেনার অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাস ভিত গড়ে দেওয়ার পর মূলত ইয়াসির ও সাকিবের জুটিতে তিনশ ছাড়ানো পুঁজি পায় বাংলাদেশ। এরপর মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামরা লক্ষ্যকে রাখেন দক্ষিণ আফ্রিকার নাগালের বাইরে।
ম্যাচের পর ইয়াসির বলেন, ক্রিজে যাওয়ার পর অন্য প্রান্তে থাকা সাকিব তাকে দিয়েছিলেন উইকেট সম্পর্কে ধারণা, 'আমি ক্রিজে গেলাম সাকিব ভাইকে জিজ্ঞেস করলাম, "ভাই কি অবস্থা উইকেটের?" উনি বলল, "খুব ভাল উইকেট। প্রথমে ৫-৬টা বল দেখ। তুমি যদি ৫-১০টা বল খেলতে পার তাহলে নিজেই বুঝে যাবা কত ভাল উইকেট। এরপর তুমি নিজেই মারতে পারবা।"'
গত মাসে ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকে শূন্য রানে আউট হয়েছিলেন ইয়াসির। পরে সিরিজের আরেক ম্যাচে নেমে করতে পেরেছিলেন কেবল ১ রান। সেই ব্যর্থতা ঝেড়ে আত্মবিশ্বাসী হয়ে উঠছেন তিনি। দক্ষিণ আফ্রিকার মাঠে রান পেতে তাকে সাহায্য করেছে ডি ভিলিয়ার্সের কিছু কথাও, 'আমি ক্রিজে গেলাম। সাকিব ভাইকে জিজ্ঞেস করলাম, "ভাই, কী অবস্থা উইকেটের?" উনি বললেন, "খুব ভালো উইকেট। প্রথমে পাঁচ-ছয়টা বল দেখ। তুমি যদি পাঁচ-দশটা বল খেলতে পার, তাহলে নিজেই বুঝে যাবা কত ভালো উইকেট। এরপর তুমি নিজেই মারতে পারবা।"'
Comments