তাসকিনের জন্য 'ক্ষতিপূরণ' চাইলেন মাশরাফি

Taskin Ahmed & Mashrafe Mortaza
ছবি: ফিরোজ আহমেদ

দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথেই পেলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার প্রস্তাব। কিন্তু শেষ পর্যন্ত লখনউ সুপার জায়ান্টের ডাক রক্ষা করতে পারেননি তাসকিন আহমেদ। মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বাঁধার মুখেই যেতে পারেননি। দক্ষিণ আফ্রিকাতেই থেকে গেছেন। সে কারণে তাকে পুরস্কৃত করতে বিসিবিকে আহ্বান জানান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ইংল্যান্ডের অনেক খেলোয়াড়ই আইপিএলকে উপেক্ষা করে নিজ দেশের হয়ে খেলাকে প্রাধান্য দেন। যে কারণে সে সকল খেলোয়াড়দের পুরস্কৃত করে থাকে ইসিবি। অনেকটা তেমনই তাসকিনকে দেওয়ার পক্ষেই কথা বললেন মাশরাফি। অবশ্য আইপিএলে খেলতে না যাওয়ায় এর আগে পেসার মোস্তাফিজুর রহমানকে এক মৌসুমে কিছু ক্ষতিপূরণ দেওয়ার উদাহরণ রয়েছে বিসিবিরও।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করতে আসার ফাঁকে মাশরাফি বলেন, 'অবশ্যই (পুরস্কার দেওয়া উচিৎ)। আপনি যদি অ্যান্ডারসন এবং ব্রডের দিকে তাকান, ইসিবি কিন্তু তাদেরকে সবসময় ক্ষতিপূরণ ঠিক না... তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয় যেহেতু তারা আইপিএল না খেলে দেশকে সার্ভিস দিচ্ছে। তাদেরকে ন্যুনতম পুরস্কার দেওয়া। তখন হয়কি ক্রিকেটারদের ভালো লাগা কাজ করে, না বোর্ড আমাদের বিষয়টা দেখছে। তখন আমরা টেস্ট ক্রিকেট কেন যে কোনো ক্রিকেট খেলার জন্য প্রস্তুত।'

আইপিএলে না যাওয়ায় আর্থিক ক্ষতিটাও কম নয় তাসকিনের। কারণ এবার তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। বাংলাদেশি মূল্যে প্রায় সাড়ে ৫৬ লাখ টাকা। তবে আইপিএলের ডাকে সাড়া না দিয়ে এরমধ্যেই একটি ওয়ানডে খেলেছেন। খেলবেন আরও দুটি টেস্ট ম্যাচ। যে ছন্দে আছেন তাতে শ্রীলঙ্কা সিরিজের সব ম্যাচেই খেলবেন বলে ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে ওয়ানডে ম্যাচ প্রতি তিন লাখ এবং টেস্ট ম্যাচ প্রতি ছয় লাখ টাকা প্রাইজমানি পাবেন তিনি।

আইপিএলে না গিয়ে ওয়ানডে সিরিজের জয়ের মূলনায়ক হয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তাসকিন। সিরিজের শেষ ম্যাচে একাই পাঁচ উইকেট তুলে প্রোটিয়াদের ধসিয়ে দেন। জিতে নেন প্রথমবারের মতো ম্যান অব দ্য সিরিজের পুরস্কারও।

Comments

The Daily Star  | English

7 colleges to continue operating under UGC until new university formed

Prof AKM Elias, principal of Dhaka College, to be appointed as the administrator

7h ago