তারকারা আইপিএলে, বাংলাদেশের বিপক্ষে অনভিজ্ঞ প্রোটিয়া দল

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। তবে একই সময়ে চলবে ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলও। তাই এ আসরে খেলতে অনেক তারকা ক্রিকেটারই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে থাকছে না। তাই বেশ কিছু নতুন মুখ নিয়ে দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সিএসএ। দলে নতুন মুখ খায়া জন্ডো, রায়ান রিকেলটন, লিজাড উইলিয়ামস ও ড্যারিন ডুপাভিলন। অবশ্য আইপিএলের জন্য বেশ কিছু তরুণ যে এবার সুযোগ পাচ্ছেন তা ছিল অনুমিতই।

আইপিএলের জন্য প্রোটিয়াদের পেস আক্রমণ প্রায় অনভিজ্ঞই বলা চলে। সেরা তিন পেসার কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও মার্কো জানসেন নেই এ সিরিজে। যথাক্রমে পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন তারা। তাদের অনুপস্থিতিতে ডাক পেয়েছেন পেসার লুথো সিপামলা ও লিজাড উইলিয়ামস।

আইপিএলের জন্য টেস্ট খেলবেন না এইডেন মার্করাম ও রাসি ভ্যান ডার ডুসেনও। তবে ফিরেছেন কিগান পিটারসেন।

আগামী ১৮ মার্চ থেকে ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু হলেও ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে টেস্ট সিরিজ। পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৮ এপ্রিল।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:

ডিল এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা, ড্যারিন ডুপাভিলন, সারেল এরউইয়া, সাইমন হার্মার, কেশভ মহারাজ, ভিয়ান মুল্ডার, ডুয়ানে অলিভিয়ের, কিগান পিটারসেন, রায়ান রিকেলটন, লুথো সিপামলা, গ্লেন্টন স্টুয়ারম্যান, কাইল ভেরেইনা, লিজাড উইলিয়ামস ও খায়া জন্ডো।

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

2h ago