তামিম-সাকিব-লিটনকে হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের মূলনায়ক ছিলেন সাকিব আল হাসান। দারুণ সূচনা এনে দেওয়া লিটন দাস ও অধিনায়ক তামিম ইকবাল অবদানও কম ছিল না। এদিন এই তিন সেরা তারকাকে শুরুতেই হারিয়েছে বাংলাদেশ। তাতে বড় চাপে পড়েছে টাইগাররা।

রোববার জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ ওভারে ৩ উইকেটে ২৭ রান করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ৭ ও ইয়াসির আলী রাব্বি ১ রানে ব্যাটিং করছেন।

প্রথম ম্যাচের মতো এদিনও টাইগারদের লক্ষ্য ছিল দেশের শুনে ব্যাট করে ভালো সূচনা এনে দেওয়া। সে লক্ষ্যেই শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। তবে ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই ভাঙে তাদের প্রতিরোধ।

লুঙ্গি এনগিডির আগের বলটিতেই বাড়তি বাউন্স ঠিকভাবে সামলাতে পারেননি তামিম। হাতে লাগে মাটিতে পড়ায় বেঁচে যান সে যাত্রায়। তবে পরের বলেও এক্সট্রা বাউন্স বুঝতে না পারার খেসারৎ দিলেন। এবার তার বাড়তি বাউন্সারে বল ব্যাটের কানায় লেগে চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো কেশভ মহারাজের হাতে। ৪ বলে ১ রান আসে তার ব্যাট থেকে। 

সাকিবও আউট হয়েছেন সেই এক্সট্রা বাউন্সের ফাঁদে পড়ে। কাগিসো রাবাডার বলে ফ্লিক করতে গিয়েছিলেন। কিন্তু ব্যাটের কানায় লেগে চলে যায় কভারে দাঁড়ানো কাইল ভেরেইনার হাতে। ছয় বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এ অলরাউন্ডার।

লিটন অবশ্য কিছুটা সাবলীলই ব্যাটিং করছিলেন। দারুণ তিনটি বাউন্ডারি মেরেছিলেন। আরও একটি মারতে গিয়ে রাবাডার বলে উইকেটরক্ষকের মাথার উপর দিয়ে আপার কাট করার চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যাটে বলে ঠিকভাবে হয়নি। কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক কুইন্টন ডি ককের হাতে। ২১ বলে ১৫ রান করেন তিনি।

এরপর আগের ম্যাচে দারুণ ফিফটি হাঁকানো ইয়াসির আলী রাব্বিকে নিয়ে দলের হাল ধরেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। যদিও উইকেটে নেমে কিছুটা হাঁসফাঁস করছেন মুশফিক। কয়েকবার আউট হতে হতে হননি। একবার তো তার ক্যাচ ছেড়েছেন ইয়ানেমান মালান। তবে এরপর দেখে শুনেই ব্যাট করে রানের গতি সচল রাখার চেষ্টা করছেন এ দুই ব্যাটার।

এর আগে সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে ৩৮ রানে জিতেছে বাংলাদেশ। সাকিব, লিটন ও ইয়াসির আলী রাব্বির ফিফটিতে ৩১৪ রানের বিশাল সংগ্রহ করার পর তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় মিলে টাইগারদের।

Comments

The Daily Star  | English

Chinmoy followers clash with cops in Ctg; lawyer killed

Bangladesh Sammilita Sanatani Jagaran Jote denies involvement

1h ago