তাইজুল-খালেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লড়াইয়ে বাংলাদেশ
দিনের শুরুতেই প্রোটিয়া শিবিরে ধাক্কা দেওয়ার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তাতে ডারবান টেস্টের আক্ষেপগুলো কথাই মনে হচ্ছিল বারবার। তবে ঠিক ততোটা ভুগতে হয়নি টাইগারদের। পরে দারুণ দুটি রিভিউতে উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তাতে দক্ষিণ আফ্রিকার দারুণ দিনেও লড়াইয়ে ফিরতে পেরেছে সফরকারীরা।
শুক্রবার পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৭৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। কাইল ভেরেইনা ১০ রানে ব্যাট করছেন। তার সঙ্গী উইয়ান মুল্ডার অবশ্য এখনও রানের খাতা খুলতে পারেননি।।
লাঞ্চের আগে তাইজুল ইসলামের জোড়া ধাক্কাটা রায়ান রিকেলটনকে নিয়ে বেশ দারুণভাবেই সামলে নেন বাভুমা। সফরকারীদের ধৈর্যের পরীক্ষা নিয়ে দারুণ একটি জুটি উপহার দেন এ দুই ব্যাটার। তাতে দিনটা কেবল নিজেদেরই করে নেওয়ার পথে ছিল তারা। স্কোরবোর্ডে ৮৩ রান যোগ করেন এ দুই ব্যাটার।
তবে আরও বড় ক্ষতি করার আগে এ জুটিও ভাঙেন তাইজুল। সফল এক রিভিউতে। তার বলে রিকেলটনের গ্লাভস ছুঁয়ে বাহুতে লাগার পর চলে যায় স্লিপে দাঁড়ানো ইয়াসির আলীর হাতে। জোরালো আবেদনেও আম্পায়ার ছিলেন অনড়। তবে রিভিউর কারণে সিদ্ধান্ত বদল করতে হয় তাকে। ৪২ রানের ইনিংস খেলেন রিকেলটন। ৮২ বলে ৩টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি।
উইকেট পেয়েই যেন উজ্জীবিত হয়ে ওঠে বাংলাদেশ। নতুন বল নেয় তারা। সাফল্যও পায় দ্রুত। বাভুমাকেও ফেরাতে সক্ষম হয় টাইগাররা। ফলে দারুণভাবে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ।
খালেদের বলে জায়গায় দাঁড়িয়ে রক্ষণাত্মক ঢঙ্গে খেলার চেষ্টা করেছিলেন বাভুমা। বল ব্যাটের কানায় লেগে চলে যায় প্রথম স্লিপে। বল ধরার জন্য ডাইভ দিয়েছিলেন উইকেটরক্ষক লিটন। নাগাল পাননি। তবে ঠিকই জমে যায় নাজমুল হোসেন শান্তর হাতে। অসাধারণ এক ক্যাচে আউট হওয়ার আগে ৬৭ রানের ইনিংস খেলেন বাভুমা। ১৬২ বলে ৭টি চারের সাহায্যে এ রান করেন তিনি।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নামার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। তবে শুরুতেই উইকেট হারাতে পারতো দলটি। অধিনায়ক মুমিনুল হকের রিভিউ নেওয়ার আলসেমিতে বেঁচে যান সারেল এরউইয়া। খালেদ রিভিউ নিতে চাইলেও দেরি করে ফেলেন অধিনায়ক।
সে সুযোগে দলকে ভালো সূচনা এনে দিয়েই আউট হন ওপেনার এরউইয়া। খালেদের অফ স্টাম্পের বেশ বাইরের বল জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন তিনি। তবে ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। ব্যক্তিগত ২৪ রানে ফেরেন এ ওপেনার। তবে এর আগে অধিনায়ক ডিন এলগারের সঙ্গে গড়েন ৫২ রানের জুটি।
এরপর কিগান পিটারসেনকে নিয়ে দলের হাল ধরেন এলগার। সিরিজে এখন পর্যন্ত খেলা তিন ইনিংসেই ফিফটি তুলে নেন অধিনায়ক। একই সঙ্গে পোর্ট এলিজাবেথের মাঠে দেশের হয়ে সবচেয়ে রান করার রেকর্ডটাও করেন সাবেক তারকা জ্যাক ক্যালিসকে পেছনে ফেলে। এ মাঠে এখন পর্যন্ত তার রান সংখ্যা ৬৪১।
ভয়ঙ্কর হয়ে ওঠা এ জুটি ভাঙেন তাইজুল ইসলাম। আগের বলেই ভালো টার্ন পেয়েছিলেন। জোরালো আবেদনও করেছিলেন তাইজুল। পরের বলেও এমন কিছুই হয়তো প্রত্যাশা করেছিলেন এলগার। তবে কিছুটা জোরের রেখে প্রোটিয়া অধিনায়ককে বিভ্রান্ত করেন তাইজুল। স্পিন না করায় ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। ফলে টানা তৃতীয় ইনিংসে ফিফটির দেখা পেয়েও তিন অঙ্ক স্পর্শ করা হলো না তার। ৭০ রানে থাকেন তিনি। ৮৯ বলে ১০টি চারের সাহায্যে এ রান করেন অধিনায়ক। তবে পিটারসেনের সঙ্গে ৮১ রানের জুটি গড়েন তিনি।
এরপর প্রোটিয়াদের সীমিত ওভারের অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে এগিয়ে যেতে থাকেন পিটারসেন। ৫১ রানের জুটিও গড়েন তারা। দারুণ এক রিভিউ নিয়ে এ জুটি ভাঙেন তাইজুল। রাউন্ড দ্য উইকেটে বল করতে এসে তৃতীয় বলেই পান সাফল্য। উইকেট ছেড়ে বেরিয়ে খেলতে চেয়েছিলেন পিটারসেন। প্যাডে লাগে বল। জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন। রিপ্লেতে দেখা যায় আঘাত হানে লেগ স্টাম্পে। ১২৪ বলে ৯টি চারের সাহায্যে ৬৪ রান করেন পিটারসেন। এরপর রিকেলটনকে নিয়ে দলের হাল ধরেছেন বাভুমা।
বাংলাদেশের হয়ে দিনের সেরা বোলার তাইজুল। তাসকিন আহমেদের ইনজুরিতে জায়গা পাওয়া এ স্পিনার ৭৭ রানের খরচায় নিয়েছেন ৩টি উইকেট। বাকি ২টি শিকার করেছেন খালেদ। ৫৯ রানের বিনিময়ে এ দুটি উইকেট পান তিনি।
Comments