টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, ফিরলেন তামিম-তাইজুল
প্রথম টেস্টে টস জিতে আগে বোলিং বেছে নিয়েছিল সফরকারী বাংলাদেশ। এবার দ্বিতীয় টেস্টে টস ভাগ্য পক্ষে না এলেও শুরুতে বোলিংই করতে হবে মুমিনুল হকের দলকে। কারণ, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার টস জিতে নিয়েছেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
শুক্রবার পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামতে যাচ্ছে দুই দল। প্রথম দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।
বাংলাদেশের দলনেতা মুমিনুল জানিয়েছেন, টস জিতলে তিনিও এলগারের মতো ব্যাটিং বেছে নিতেন। তবে আগের টেস্টে টস জিতেও আগে বোলিং নিয়েছিলেন তিনি। সেই সিদ্ধান্ত নিয়ে পরে তৈরি হয় বিতর্কের। তাতে সামনে চলে আসে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কোচ রাসেল ডমিঙ্গোর সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও।
বাংলাদেশের একাদশে পরিবর্তন আনা হয়েছে দুইটি। একটি অবধারিত ছিল। চোট পেয়ে দেশে ফেরা পেসার তাসকিন আহমেদের পরিবর্তে ঢুকেছেন স্পিনার তাইজুল ইসলাম। একাদশে ফিরেছেন পেটের পীড়ায় আগের ম্যাচে খেলতে না পারা তারকা ওপেনার তামিম ইকবালও। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন ফর্মহীনতায় ভোগা সাদমান ইসলাম। স্বাগতিক প্রোটিয়ারা ভাঙেনি উইনিং কম্বিনেশন। একই একাদশ নিয়ে খেলতে নামছে তারা।
ডারবানে প্রথম টেস্টে ২২০ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলি রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার, সারেল এরউইয়া, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা (উইকেটরক্ষক), ভিয়ান মুল্ডার, কেশব মহারাজ, সিমন হার্মার, লিজাড উইলিয়ামস, ডুয়ানে অলিভিয়ের।
Comments