টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই তামিম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন মুমিনুল হক। তবে বাংলাদেশ ম্যাচ শুরুর আগে পেয়েছে খারাপ খবর। পেটের পীড়ার কারণে খেলছেন না তামিম ইকবাল।
ডারবানে বৃহস্পতিবার প্রথম টেস্টে হালকা চোট থাকায় একাদশে রাখা হয়নি বাঁহাতি পেসার শরিফুল ইসলামকেও। নিউজিল্যান্ডে সর্বশেষ টেস্ট সিরিজে খেলেছিলেন শরিফুল। সেখানে দারুণ পারফর্ম করায় একাদশের বিবেচনায় এগিয়ে ছিলেন তিনিও। তার না থাকা সুযোগ করে দিয়েছে সৈয়দ খালেদ আহমদকে।
অনুমিতভাবেই একাদশে তিন পেসার রেখেছে সফরকারীরা। খালেদের সঙ্গে আছেন ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ। স্পিন বিভাগে বাংলাদেশের একমাত্র ভরসা মেহেদী হাসান মিরাজ। তবে অনিয়মিত বোলার হিসেবে বিবেচনায় থাকবেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল নিজে।
বাংলাদেশ চার বোলার নিলেও পাঁচজন বোলার রাখতে পেরেছে প্রোটিয়ারা। একাদশে সমন্বয় তৈরি করে দিয়েছেন পেস অলরাউন্ডার ভিয়ান মুল্ডার। বাঁহাতি স্পিনার কেশব মহারাজের সঙ্গে আছেন অফ স্পিনার সিমন হার্মার।
দুই বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন লিজার্ড উইলিয়ামস ও ডুয়াইন ওলিভিয়ার। এরমধ্যে লিজার্ডের এটি প্রথম টেস্ট। অভিষেক হয়েছে ব্যাটসম্যান রায়ান রিকেলটনেরও।
টসের সময় মুমিনুল জানান উইকেট ঘাস ও আর্দ্রতা থাকায় বোলিং নিচ্ছেন তারা। তবে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার জানান টস জিতলে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন তিনি।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমদ ও ইবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার, সেরেল এরউইয়া, কেগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা (উইকেটকিপার), ভিয়ান মুল্ডার, কেশব মহারাজ, সিমন হার্মার, লিজার্ড উইলিয়ামস, ডুয়াইন ওলিভিয়ার।
Comments