চার উইকেটের দারুণ সেশনেও থাকছে আক্ষেপ

রিভার্স সুইপের চেষ্টায় ক্যাচ দেন কাইল ভেরেইনা। ছবি- টুইটার

প্রথম সেশন ছিল সুযোগ হাতছাড়ার, বিস্তর হতাশার। দ্বিতীয় সেশনে মিলল ভিন্ন ছবি। এবার দারুণ বোলিং ও তিনটি চোখ ধাঁধানো ক্যাচে চার উইকেট তুলে প্রোটিয়াদের উপর চাপ বাড়াতে পারল বাংলাদেশ। যদিও দুটি ক্যাচ হাত ফসকে বেরিয়ে যাওয়ার হতাশাও থাকছে। এছাড়া স্বাগতিকদের লিড আইড়শোর কাছে চলে যাওয়া আর উইকেটের পরিস্থিতিও ক্রমশ আভাস দিচ্ছে কঠিন এক রান তাড়ার।

ডারবান টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় সেশনে আরও  ৫২  রান যোগ করেছে প্রোটিয়ারা, বাংলাদেশ তুলে নিয়েছে ৪ উইকেট। ৫  উইকেটে  ১৫৭ রান নিয়ে চা-বিরতিতে গিয়েছে তারা। এরমধ্যে দক্ষিণ আফ্রিকার লিড হয়ে গেছে ২২৬ রানের।

আগের দিন ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছিলেন এখানে আড়াইশ রান তাড়া হবে ভীষণ কঠিন। বাংলাদেশের সামনে অপেক্ষায় সেই কঠিন চ্যালেঞ্জ। ৬ রান নিয়ে ক্রিজে ভিয়ান মুল্ডার, ১৮ রান নিয়ে খেলছেন রায়ান রিকেলটন।

কাঁধের চোটে সকালের সেশনে বল হাতে পাননি তাসকিন। নিজের ২৭তম জন্মদিনে এই সেশনে বল হাতে নিয়ে সাফল্য আনতে বেশি দেরি করেননি তিনি। লাঞ্চের আগে ৬২ করা ডিন এলগার আর যোগ করতে পারেন ২ রান। তাসকিনের নিচু হওয়া বল পরাস্ত হয়ে পায়ে লাগান এলগার। আম্পায়ার জোরালো আবেদন নাকচ করলে রিভিউ নিয়ে সফল হয় মুমিনুল হকের দল। উইকেট নেওয়ার খানিক পরে ব্যাথায় কাতরাতে কাতরাতে বেরিয়ে যান তিনি। পরে আইস ব্যাগ নিয়ে বসে থাকতে দেখা যায় তাসকিনকে। সেশনে শেষ দিকে অবশ্য আবার ফেরে বল করেছেন।

তাসকিন ওই সময় বেরিয়ে গেলেও বাকিরা ভালো করায় উইকেট আসছিল। খানিক পর থিতু থাকা আরেক ব্যাটসম্যান কিগান পিটারসেনের উইকেটও পেয়ে যায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের টার্ন করে ভেতরে ঢোকা বল লেগ সাইডে ঠেলতে গিয়েছিলেন। ফরোয়ার্ড শর্ট লেগে দুর্দান্ত রিফ্লেক্সে ক্যাচ হাতে জমান মাহমুদুল হাসান জয়।

এক ওভার পরই আরেকটি চোখ ধাঁধানো ক্যাচে আসে সাফল্য। ইবাদত হোসেনের বলে আউট সাইড এজে টেম্বা বাভুমার ক্যাচ যায় স্লিপে। ইয়াসির দুর্দান্ত রিফ্লেক্সে বা দিকে ঝাঁপিয়ে এক হাতে জমান ক্যাচ। শরীরের ভারসাম্য রেখে উঠেও দাঁড়ান দ্রুত। তাক লাগানো ক্যাচ জেগে উঠে পুরো দল।

থিতু হতে পারেননি কিপার ব্যাটার কাইল ভেরেইনাও। মিরাজের বলে রিভার্স সুইপের চেষ্টায় ব্যাট প্যাড গলে তার ক্যাচ যায় সিলি পয়েন্টের দিকে। ঝাঁপিয়ে তা হাতে নেন সাদমান ইসলাম। প্রথম ইনিংসের মতো ক্রিজে এসেই প্রথম বলে ফিরতে পারতেন মুল্ডার। স্লিপে এবার রাখতে পারেননি জয়।

পরের ওভারে নিজের বলে মুল্ডারের ক্যাচ ছেড়ে দেন খালেদ। বাকিটা সময় কোনমতে পার করে দেন মুল্ডার-রিকেলটন। তাসকিন ফিরেও এই জুটি ভাঙতে পারেননি।

Comments

The Daily Star  | English

Mindless mayhem

The clashes between students of three colleges continued yesterday, leaving over 100 injured in the capital’s Jatrabari.

6h ago