ঐতিহাসিক সিরিজ জেতায় ক্রিকেটারদের ৩ কোটি টাকা বোনাস
দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাঠে ওয়ানডে সিরিজ হারানোয় উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবে ৩ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বুধবার সেঞ্চুরিয়নের দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে উড়িয়ে দেয় বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।
দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকা ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে দেন বোনাসের খবর, 'খেলা শেষ বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছিলাম। আমার স্পিকার অন করে দিয়েছিলাম। পুরো দলের সঙ্গে কথা বলেছেন। ঢাকাতে সবাই খুব খুশি। মাননীয় প্রধানমন্ত্রী খেলা দেখেছেন। উনিও খুশি হয়েছেন। সবাইকে অভিনন্দন জানিয়েছেন।'
'সিরিজ জেতা ভিন্ন কিছু। একটা ঘোষণা হয়েছে এখানে। খেলোয়াড়রা তাৎক্ষণিক বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে কিছু একটা শুনতে চেয়েছিল। আমাদের মাননীয় সভাপতি তিন কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।'
ওয়ানডে সিরিজ আগে অনেকবারই জেতা হয়েছে বাংলাদেশের। তবে বেশিরভাগই ছিল ঘরের মাঠে। ঘরের বাইরে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বড় দলগুলোর বিপক্ষে আসেনি সিরিজ জেতার সাফল্য। দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়কে তাই সবার উপরে রেখেছেন অধিনায়ক তামিম ইকবাল। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানেরও মনে হচ্ছে এটা অবিশ্বাস্য কিছু, 'এই সিরিজ জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। নিশ্চিতভাবে এটা ঐতিহাসিক জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারানো এটা অবিশ্বাস্য। তারা কিছুদিন আগে ভারতকে হারিয়েছে। এখানে এসে সিরিজ জিতেছি অবশ্যই এটা বড় প্রাপ্তি।'
Comments