উইকেটের আচরণে অবাক তামিম

Tamim Iqbal
ফাইল ছবি

লেন্থ থেকে বাড়তি লাফানো, কিছু বল আবার নিচু হয়ে যাওয়া। জোহানসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এমন উইকেট একদম প্রত্যাশা করেননি বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। উইকেট এরকম আচরণ করবে জানলে টস জিতে আগে ব্যাটিং নিতেন না বলে জানিয়েছেন তিনি।

রোববার দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। কাগিসো রাবাদার তোপে আগে ব্যাট করতে নেমে ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েন তামিমরা। আফিফ হোসেনের ব্যাটে পরে আসে ১৯৪ রানের পুঁজি। যা অনেকটা তুড়ি মেরে উড়িয়ে প্রোটিয়ারা ৭৬ বল আগেই কাজ সেরে ফেলে।

ম্যাচ শেষ করে সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম ব্যাটিং ব্যর্থতার পেছনে উইকেটের আচরণকে নিয়ে আসেন সামনে,  'দক্ষিণ আফ্রিকায় বাউন্স থাকবে এটা আমাদের প্রত্যাশা ছিল। আজকে অসমান বাউন্স ছিল। যদি দেখেন আমার আউট, পুরো খেলা যদি দেখেন। একটা উপরে উঠছে, একটা নিচে নামছে। '

ওয়ান্ডারার্সের মাঠে এর আগে খুব বেশি খেলার অভিজ্ঞতা ছিল না বাংলাদেশের। তামিম জানালেন এই মাঠের উইকেট সম্পর্কে ধারণা নিতে তাদের ভরসা ছিল কেবল পরিসংখ্যান, 'উইকেটটা তো আসলে দেখে অনুমান করা খুবই মুশকিল যে উইকেটে অসমান বাউন্স হবে। আমি ১৫ বছর ধরে খেলে সম্ভবত দ্বিতীয় ম্যাচ এখানে খেললাম, একটা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলেছিলাম আগে। আমাদের অনেক কিছু পরিসংখ্যানেও যেতে হয়। এই মাঠে যদি ইতিহাসটা দেখেন যে ম্যাচগুলো হয়েছে দল আগে ব্যাট করলে অনেক রান করেছে ও অনেক ম্যাচ জিতেছে।'

এমন উইকেটে টসের সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন। বাংলাদেশ অধিনায়ক জানালেন উইকেট আগে বুঝতে পারলে টস জিতলে তাদের সিদ্ধান্ত হত ভিন্ন,  'অসমান হবে, এরকম বাউন্স হবে উইকেট দেখে অনুমান করা সম্ভব না। যদি জানতাম তাহলে হয়তবা আগে ব্যাট করতাম না, ফিল্ডিংই করতাম। তবে দ্বিতীয় ইনিংসেও কয়েকটা বল অসমান হয়েছে।'

এমন একপেশে ম্যাচের পরও ২৪০ রানের মতো পুঁজি করলে একটা সুযোগ ছিল বলে মত তার, 'উইকেটে কিন্তু আজ স্পিনও করছিল এক প্রান্ত থেকে। যে প্রান্ত থেকে মিরাজ বল করেছে। আমরা যদি ২৪০ করতে পারতাম তাহলে কিছুটা সুযোগ থাকতে পারত।'

২৩ মার্চ সেঞ্চুরিয়নে সিরিজ নির্ধারণী ম্যাচ খেলবে দুদল। সেই ম্যাচে আবার প্রথম ম্যাচের ছন্দ ফিরে পাওয়ার আশা বাংলাদেশের।

Comments

The Daily Star  | English

Chinmoy followers clash with cops in Ctg; lawyer killed

Bangladesh Sammilita Sanatani Jagaran Jote denies involvement

1h ago