ইতিহাস গড়ার লক্ষ্যে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফাইল ছবি: টুইটার

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। প্রথম ম্যাচে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে টাইগারদের সামনে রয়েছে আরেকটি ইতিহাস গড়ার হাতছানি। এই ম্যাচে জিতলে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে প্রথমবারের মতো সিরিজ হারানোর কীর্তি গড়বে বাংলাদেশ। সেই লক্ষ্যে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামবে অধিনায়ক তামিম ইকবালের দল।

বুধবার সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশ। সুপারস্পোর্ট পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়। আগের দুই ম্যাচে আগে ব্যাট করেছিল টাইগাররা। তবে এদিন তাদেরকে লক্ষ্য তাড়া করার পরীক্ষা দিতে হবে।

সেঞ্চুরিয়নে সবশেষ ম্যাচেই ইতিহাস গড়ার সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। গত শুক্রবার এই ভেন্যুতে বড় পুঁজি গড়ে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়েছিল তারা। প্রোটিয়াদের মাটিতে তাদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে যা টাইগারদের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র জয়।

অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। একই ১১ জনে আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার একাদশে পরিবর্তন এসেছে একটি। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে যাওয়া ওয়েইন পারনেলের কারণে উইনিং কম্বিনেশন ভাঙতে হয়েছে তাদের। তার জায়গায় ঢুকেছেন ডোয়াইন প্রিটোরিয়াস।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

ইয়ানেমান মালান, কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইনা, রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি ও তাবরাইজ শামসি।

Comments

The Daily Star  | English
DSCC services collapse amid prolonged protest by Ishraque's supporters

DSCC services collapse amid prolonged protest by Ishraque's supporters

Mosquito control, waste management and Eid cattle market leasing at a standstill

45m ago