অপরিবর্তিত একাদশ নিয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম ওয়ানডে জিতে এরমধ্যেই নতুন ইতিহাস রচনা করেছে টাইগাররা। এবার লক্ষ্য সিরিজ জয়। আর তাতে ভাগ্য সুপ্রসন্ন হয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবালের। জিতে নিয়েছেন টস। আগে ব্যাটিং বেছে নিয়েছেন সফরকারী অধিনায়ক।
রোববার জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
জোহানেসবার্গের আগের ইতিহাস জেনেই আগে ব্যাটিং বেছে নিয়েছেন তামিম। আর এগিয়ে যাওয়ার ম্যাচে কোনো পরিবর্তন আনেনি টাইগাররা। সেঞ্চুরিয়নের উইনিং কম্বিনেশন ধরে রেখেছে দলটি।
অন্য দিকে সিরিজে টিকে থাকার ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। ফিরেছেন কুইন্টন ডি কক। এছাড়া ফিরিয়েছেন তাবরাইজ সামসি ও ওয়েইন পারনেলকেও। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন এইডেন মার্করাম, আন্দিল ফেলুকওয়ায়ো ও মার্কো ইয়ানসেন।
দ্বিপাক্ষিক সিরিজে এই সিরিজের আগে প্রোটিয়াদের মাঠে সব সংস্করণ মিলিয়ে ১৯ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি টাইগাররা। এবার প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে তারা ৩৮ রানে জয় পায়। সাকিব আল হাসান, লিটন দাস ও ইয়াসির আলী রাব্বির ফিফটিতে ৩১৪ রানের বিশাল সংগ্রহ করার পর তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় মিলে বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
ইয়ানেমান মালান, কুইন্টেন ডি কক (কিপার), টেম্বা বাভুমা, কাইল ভেরেইনা, রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, ওয়েইন পারনেল, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি ও তাবরাইজ শামসি।
Comments