৮ বছর পর টেস্ট দলে বিজয়
অপেক্ষার প্রহরটা অনেক দিন থেকেই গুনছেন এনামুল হক বিজয়। সুযোগ মিলেও মিলছিল না। যদিও ওয়েস্ট ইন্ডিজ সফরে অবশ্য সীমিত ওভারের ক্রিকেটে আছেন তিনি। তবে এবার ভাগ্যটা আরও সুপ্রসন্ন হয়েছে তার। টেস্ট সিরিজেই জায়গা মিলেছে এ ক্রিকেটারের। মাঝে সীমিত ওভারের ক্রিকেটে জায়গা পেলেও আট বছর পর টেস্ট দলে ফিরলেন তিনি।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত ইয়াসির আলী রাব্বির ইনজুরি কপাল খুলে দিয়েছে বিজয়ের। অ্যান্টিগায় প্রস্তুতি একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে পিঠের পেশিতে টান লাগে তার। সেই চোটে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন ইয়াসির।
গত কয়েক বছর ধরেই সময়ে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন বিজয়। কিন্তু জাতীয় দলে জায়গা হচ্ছিল না তার। সব শেষ ২০১৯ সালে শেষবার শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল তাকে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড ১১৩৮ রান করে ছিলেন তুমুল আলোচনায়। সে ধারাবাহিকতায় ফের জায়গা করে নিয়েছেন বাংলাদেশ দলে।
সবশেষ এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিলেন বিজয়। সবমিলিয়ে খেলেছেন ৪টি টেস্ট। তবে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি তিনি। ৪ টেস্টে ৯.১২ গড়ে সর্বসাকূল্যে করেছেন ৭৩ রান। সর্বোচ্চ ইনিংস ২২ রানের।
দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছে বাংলাদেশ। আগামীকাল ১৬ জুন থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৪ জুন থেকে। এরপর আগামী ২ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ হবে ৩ ও ৭ জুলাই। আর তিনটি ওয়ানডে ম্যাচ ১০, ১৩ ও ১৬ জুলাই খেলে দেশে ফিরবে টাইগাররা।
টেস্ট স্কোয়াড : সাকিব আল হাসান, মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক নিজয়, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান।
Comments