সাকিব-সোহানের প্রতিরোধে লিড নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
প্রথম সেশনে দ্রুত ৪ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে গল্পটা হলো ভিন্ন। উইকেটকিপার নুরুল হাসান সোহানকে নিয়ে প্রতিরোধ গড়ে দারুণ এক সেশন পার করেছেন সাকিব আল হাসান। তাতে ইনিংস হার এড়িয়ে বাংলাদেশ পেয়ে গেছে লিড।
অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ২৭ ওভার খেলে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশ তুলেছে ৯৫ রান । সব মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২১০। শেষ চার উইকেট হাতে নিয়ে ৪৮ রানে এগিয়ে আছে সফরকারীরা। লিডটা দুশোর কাছে নিতে পারলে তৈরি হতে পারে ম্যাচ জেতার আশাও। তবে এই দুজনের একজন আউট হয়ে গেলেই খুলে যাবে টেল এন্ডের দরজা।
দারুণ এই সেশন হতে পারত অন্যরকম। দ্রুত গুটিয়ে যাওয়ার দিকেই যেতে পারত দল। সেশনের শুরুতেই ফিরতে পারতেন সাকিব। ৫১তম ওভারের তৃতীয় বলে কাইল মেয়ার্সের বলে কট বিহাইন্ড হলেও ওয়েস্ট ইন্ডিজ রিভিউ না নেওয়ায় বেঁচে যান তিনি।
অ্যারাউন্ড দ্য উইকেটে এসে মেয়ার্সের বল ভেতরের কানায় লেগে প্যাড ছুঁয়ে আশ্রয় নেয় কিপারের গ্লাভসে। হালকা আবেদন করে বিফল হয় ওয়েস্ট ইন্ডিজ। বল শুধু প্যাডে লেগেছে বলে আর রিভিউ নেয়নি তারা। পরে রিপ্লেতে দেখা যায় রিভিউ নিলে ফিরে যেতে হতো সাকিবকে।
৫ রানে জীবন পাওয়া সাকিব আর ভুল করেননি। সোহানকে নিয়ে গড়েন প্রতিরোধ। রান বাড়াতে থাকেন দ্রুত। সোহান শুরুতে ছিলেন বেশ সতর্ক। থিতু হয়ে তিনিও মেলে ধরেন ডানা। উইকেট ও কন্ডিশনও বেশ ভালো হয়ে যায়।
ক্যারিবিয়ান বোলাররা বাড়তি আক্রমণ করতে গিয়ে বেশ কিছু সহজ রান দিয়ে দেন। সাকিব-সোহান সুযোগ কাজে লাগান দারুণভাবে। সপ্তম উইকেটে জুটিতে তারা এনে ফেলেছেন ১০১ রান। ৮৮ বলে ৫৩ রানে অপরাজিত আছেন সাকিব। ১০৭ বলে ৪৯ রান নিয়ে ক্রিজে সোহান।
এর আগে ২ উইকেটে ৫০ রান নিয়ে দিন শুরুর পর দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মেয়ার্স আর কেমার রোচের তোপে একে একে ফিরে যান নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন দাস ও মাহমুদুল হাসান জয়।
Comments